সারাদিন বাইরে কাজ। তার ওপর তীব্র গরম। সূর্যের তাপে ত্বকের মধ্যে কালো ছোপ পড়ে। আবার অনিয়মিত এবং অস্বাস্থ্যকর খাওয়া দাওয়ার জন্য অল্প বয়সেই বলিরেখা দেখা দেয়। মুখে অনেক সময় ব্রণও হয়। চোখের নিচে কালি পড়তে দেখা যায় অনেকের। অতিরিক্ত মোবাইল এবং কম্পিউটার ব্যবহারের ফলেও এই ধরনের সমস্যা তৈরি হয়। তাই বিভিন্ন ধরনের কিন্তু শুধুমাত্র ক্রিম ব্যবহার করলেই হবে না। যত্ন নিতে হবে ত্বকের। ঘরোয়া পদ্ধতিতে ফেস মাস্ক ব্যবহার করলে মুখের বলিরেখা দূর হবে। ব্রণ ও চোখের নিচে কালি দূর হয়ে যাবে। দেখুন কি ধরনের পদ্ধতি প্রয়োগ করবেন।
প্রয়োজনীয় উপাদান:
১ টেবিলচামচ দই, আধা চা–চামচ হলুদ গুঁড়ো, ১ চা–চামচ মধু, কয়েক ফোঁটা লেবুর রস, ১ চা–চামচ নারকেল তেল।
প্রস্তুতি
১. একটি পরিষ্কার বাটিতে প্রথমে দই দিয়ে তুলুন হালকা ফেনা।
২. এতে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিন, মিশিয়ে নিন যাতে গুটোগুটি চলে যায়।
৩. মধু আর লেবুর রস যোগ করে স্প্যাটুলা দিয়ে আবার নাড়ুন।
৪. অবশেষে নারকেল তেল ফোঁটা ধরে ঢেলে দিন—মিশ্রণটা যেন ক্রিমের মতো নরম হয়।
মাখার নিয়ম
১. প্রথমে আপনার মুখ খানিক গরম জলের স্টিমে পরিষ্কার করুন।
২. টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিন
৩. প্রস্তুত করা মিশ্রণ পুরোটাই ম্যাসাজের মতো করে হালকা হাতে মুখে মেখে নিন।
৪. ঘুমোতে যাওয়ার আগে কমপক্ষে ২০–৩০ মিনিট রেখে নিন বা রাতভর ও রেখে দিতে পারেন।