Covid Vaccine (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিষয়টি নিয়ে সতর্ক থাকলেও অযথা আতঙ্কিত হতে চাইছে না কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে রাজ্যগুলিকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও কড়া কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এর মাঝেই বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য (Union health minister Mansukh Mandaviya) দাবি করলেন যে ভারতীয় ভ্যাকসিনে (Indian vaccines) কোনও পরিবর্তন (modifications) না করা হলেও এর কার্যকারিতা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও পড়ুন: যুবতীকে অভুক্ত অবস্থায় গৃহবন্দি রাখল পরিবার

তিনি বলেন, "আমাদের ভ্যাকসিনগুলি করোনার সমস্ত রূপের বিরুদ্ধে কাজ করবে। পাশাপাশি এগুলো মৃত্যুর হাত থেকেও মানুষকে রক্ষা করবে। কোভিড-১৯ (covid-19) এখন এক ধরনের ভাইরাল রোগ হয়ে উঠেছে এবং এই রোগে মিউটেশন ঘটতে থাকবে এবং নতুন নতুন রূপ আসতে থাকবে।"

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম বিশ্বের দেশগুলি যেখানে কোভিড-১৯ এর রূপের পরিবর্তনের সঙ্গে ভ্যাকসিনগুলিরও পরিবর্তন করা হয়েছে সেখানে ভারতে এটি একই রয়ে গেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে বৃহস্পতিবার নতুন করে ৫৯৪ জনের করোনার নয়া ভ্যারিয়েন্ট SARS-CoV2, JN.1-এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর ফলে সক্রিয় রোগীর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৬৬৯ জনে। আর এখনও পর্যন্ত কেরলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও পড়ুন: CM Yadav Blasting Congress On Shri Ram: ভগবান রামের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ মোহন যাদবের, দেখুন ভিডিয়ো