Photo Credits: IANS

বেঙ্গালুরু: জ্যোতিষীর (Astrologer) পরামর্শে ক্যান্সার (cancer) আক্রান্ত ২৬ বছরের এক যুবতীকে প্রায় অভুক্ত অবস্থায় ৪ মাস ধরে গৃহবন্দি (house arrest) রাখল তাঁর পরিবারের সদস্যরা। অমানবিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে (Bengaluru)। বৃহস্পতিবার খবর পেয়ে পাড়ার লোকেরা গিয়ে ওই জ্যোতিষীকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। মেয়েটিকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। আরও পড়ুন: CM Yadav Blasting Congress On Shri Ram: ভগবান রামের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে তোপ মোহন যাদবের, দেখুন ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গেছে, ৪ মাস আগে বেঙ্গালুরুর লাগ্গেরে এলাকার গ্র্যাজুয়েট ওই যুবতীর কোমরে ব্যাথা শুরু হয়েছিল। মেডিটেশন করেও তা না সারায় মেয়েটির দাদা এক জ্যোতিষীর দ্বারস্থ হয়। তারপর জ্য়োতিষীর পরামর্শে যুবতীটিকে গৃহবন্দি রাখার সঙ্গে সঙ্গে সমস্ত খাবার খেতে দেওয়া বন্ধ (food deprivation) করে দেওয়া হয়। শুধুমাত্র হলুদের জল খেতে দেওয়া হত।

চার মাস ধরে এই অত্যাচার সহ্য করার পর কোনওভাবে নিজের ঘনিষ্ঠ মহলে একটি মেসেজ পাঠাতে সক্ষম হয় মেয়েটি। তারপরই পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে গৃহবন্দি অবস্থা থেকে উদ্ধার করে। অন্যদিকে পাড়ার লোকেরাও বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবারকে গিয়ে এই ধরনের অন্ধবিশ্বাস মেনে চলার কারণ জিজ্ঞাসা করেন। পাশাপাশি জ্যোতিষীকে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আরও পড়ুন: Prague Mass Shooting: প্রাগের বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১১