ঝকঝকে টাইলস এ দীর্ঘদিন ব্যবহারের ফলে দাগ ছোপ দেখা যায়। অনেক সময় ময়লা জমে কালচে দাগ চলে আসে। দীর্ঘদিন পরিষ্কার না করলেও কালো হয়ে যায়। তবে কিছু পদ্ধতি প্রয়োগ করলে এই দাগ ছোপ দূর হয়ে যাবে। দেখে নিন সেই পদ্ধতি।
একটা পাত্রে ভিনেগার নিন। কাপড় বা পঞ্জ দিয়ে ভিনিগার নিয়ে টাইলস ভালোভাবে মুছে ফেলুন। একটু চাপ দিয়ে ঘষুন। এভাবেই কিছুক্ষণ রেখে দিন। তারপর কাপড় দিয়ে মুছে নিন। টাইলস হবে ঝকঝকে ।
বাজারে লিকুইড ক্লিনার পাওয়া যায়। সম পরিমান ক্লিনার ও জল মেশান। ঐ লিকুইড টাইলস এ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করুন । মিনিট কুড়ি পরে মুছে ফেলুন জল দিয়ে। দেখবেন এই ভাবে নিয়মিত ব্যবহার করতে করতে দাগ দূর হয়ে যাবে।
বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ দারুন কাজ দেয় দাগ দূর করতে। এই মিশ্রনটি টাইলস এ দিয়ে কিছুক্ষণ পর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। দূর হবে কালো দাগ।
রাতে ঘুমানোর আগে টাইলসের উপর নুন ছিটিয়ে দিন। সকালে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন। এতেও দাগ দূর হবে।
আধ কাপ ভিনেগার ও আধা টেবিল চামচ ডিস সোপ সামান্য জলে মিশিয়ে মুছে নিন। টাইলস হবে ঝকঝকে।