কলকাতা : মিষ্টি, মিঠাই ছাড়াও বাঙালি চা বা শরবতে প্রচুর চিনি খেয়ে থাকে। এছাড়াও দৈনন্দিন জীবনে, আমরা কোন না কোনভাবে চিনি (Sugar) খেয়েই থাকি। যেমন- আইসক্রিম, চকলেট, পানীয় বা অন্য কোনও খাবারের সঙ্গে চিনি মিশে থাকে। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে ফ্যাটি লিভার, টাইপ-ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি ডিজিজ এবং ট্রিপল ভেসেল ডিজিজ হওয়ার ঝুঁকি ১০ গুণ বেড়ে যায়। আপনি যদি এক মাসের জন্যও চিনি খাওয়া বন্ধ করেন তবে আপনি অনেক সুফল দেখতে পাবেন।
এক মাসের জন্য চিনি ছেড়ে দিলে আপনার রক্তে শর্করা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে। এর পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও অনেকাংশে কমে। তবে আপনি যদি এক মাস পর আবার চিনি খেতে শুরু করেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাবে।
হার্ট সুস্থ থাকে
অতিরিক্ত চিনি খেলে চিনি চর্বিতে পরিণত হয় এবং শরীরে খারাপ কোলেস্টেরল জমতে শুরু করে। এর ফলে আপনার রক্তচাপও বাড়তে থাকে। যার কারণে রক্ত হার্টে পৌঁছতে জটিলটার সৃষ্টি হয় এই কারণেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। চিনি খাওয়া বন্ধ করলে আপনার হার্ট অনেক সুস্থ থাকবে।
লিভার ভালো থাকবে
লিভার আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা বেশি চিনি খান তাদের ফ্যাটি লিভারের সমস্যা থাকে। এমন পরিস্থিতিতে চিনি খাওয়া বন্ধ করা উচিত।
দাঁতের স্বাস্থ্য ভালো হবে
অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে আমাদের দাঁতের ক্ষতি হয়। ক্যাভিটি, মাড়ির রোগ, নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা বাড়ে। বেশি চিনি খেলে মুখে ব্যাকটেরিয়া জন্মায়।এক মাস চিনি পুরোপুরি ছেড়ে দিলে আপনার দাঁতও ভালো থাকবে।