নয়াদিল্লিঃ ভারতের (India) বাজারে খুন শীঘ্রই আসতে চলেছে সিঙ্গল ডোজের নিউমোনিয়া ভ্যাকসিন (Pneumonia Vaccine)। এই নতুন ভ্যাকসিন নিয়ে আসছে মার্কিন বহুজাতিক সংস্থা ফাইজ়ার। এই ভ্যাকসিনে মিলবে জোরদার ইমিউনিটি, এমনটাই দাবি প্রস্তুতকারক সংস্থার। ২০টি স্ট্রেনের বিরুদ্ধে জীবনভর লড়ার শক্তি জোগাবে এই ভ্যাকসিন, এমনটাই দাবি মার্কিন সংস্থার। যদিও এই ভ্যাকসিনের কত দাম হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, আগে এক বছরের ব্যবধানে নিউমোনিয়া ভ্যাকসিনের দু'টি ভ্যাকসিন নিতে হত। প্রথম ভ্যাকসিনটি নিউমোনিয়ার ১৩টি প্রজাতির বিরুদ্ধে সুরক্ষা দিত। দ্বিতীয়টিতে থাকত ২৩টি প্রজাতির বিরুদ্ধে সুরক্ষার ক্ষমতা।
এই নতুন ভ্যাকসিন নিয়ে মার্কিন সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯ বছর থেকে ৬০ বছরের ঊর্ধ্বে সকলে এই ভ্যাকসিন নিতে পারবেন। ক্যানসার, হৃদরোগ, কিডনি রোগে আক্রান্তরাও এই ভ্যাকসিন নিতে পারবেন। এই ভ্যাকসিন নিলে প্রাণঘাতী নিউমোনিয়ার আশঙ্কা এড়ানো যাবে বলে দাবি করছে এই সংস্থা। এই সংস্থার ভারতের ম্যানেজিং ডিরেক্টর মীনাক্ষী নেভাটিয়া বলেন, "এই টিকা প্রাপ্তবয়স্কের মধ্যে নিউমোনিয়ার প্রভাব কমাবে।" উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী নিউমোনিয়ার আক্রান্তের ২৩ শতাংশ ভারতীয়।ভারতে প্রতিবছর প্রায় ৬৮ লক্ষ মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হন।
নিউমোনিয়া থেকে এবার মুক্তি, বাজারে আসছে বিশেষ ভ্যাকসিন
A new #vaccine for #pneumococcal disease will be tested under an international trial, led by #MCRI, aiming to provide greater protection to babies against the common infection that causes #pneumonia, sinusitis and #meningitis. @DanchinMargie
➡️ https://t.co/wWVo8ckXfF pic.twitter.com/NSDcKYkTb0
— Murdoch Children's Research Institute (MCRI) (@MCRI_for_kids) August 19, 2025