এখন বাজারে বিভিন্ন স্বাদের আম রয়েছে। এই গ্রীষ্মে ফলন হয় আমের। আমের স্বাদ যেমন ভালো, উপকারও রয়েছে। তবে আমের পাতার অনেক গুণ রয়েছে। কঠিন রোগে উপকার পাওয়া যায় আম পাতায়। জেনে নিন আম পাতার উপকারিতা।

যাদের হজমের সমস্যা তারা আম পাতা সকালে খালি পেটে চিবিয়ে খেলে বা রস বের করে খেলে উপকার পাবেন। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কাজ দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আম পাতায় রয়েছে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

শরীরে ইনসুলিন উৎপাদন বাড়াতে কাজ করে আম পাতা। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে আম পাতা।

আম পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তচাপ কমাতে সাহায্য করে. পেটের রোগে দারুন কাজ দেয়। কোষ্ঠকাঠিন্য দূর করে, পেট ফাঁপা, এবং ডায়রিয়া কমায়। ত্বকের উপকার করে আম পাতা। আম পাতা শ্বাসকষ্ট উপশম করে।আম পাতায় রয়েছে ভিটামিন সি, বি, এবং এ। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আম পাতা বাটা ত্বকে ব্রণ, ফুসকুড়ি উপশম করে।

তবে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।