ঘরে চিনি আনলেই এসে হাজির হয় পিঁপড়ে। বিশেষত বর্ষা কিংবা বৃষ্টি পড়লে পিঁপড়ে ঘরেতে আনাগোনা বেড়ে যায়। চিনির কৌটোই একটু ফাঁক পেলেই ঢুকে পড়ে পিঁপড়ে। চিনি ভালো ভাবে স্টোর না করলে তাতে পিঁপড়ে লাগার সম্ভাবনা তো থাকেই, পাশাপাশি চিনি গলতে বা জমতেও শুরু করে। তাই চিনিকে ভালোভাবে স্টোর করাও জরুরি। চা তৈরি হোক বা রান্না। চিনি ব্যবহারে সমস্যার সৃষ্টি করে। চিনির কৌটো থেকে পিঁপড়ে কিছুতেই বের হতে চায় না। তবে কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে সহজেই চিনির কৌটো থেকে পিঁপড়ে পালিয়ে যাবে।
প্রথমত, একটি বড় স্টিলের থালা বা প্লেটে কৌটো থেকে চিনি ঢেলে দিন। চিনি গুলি একটু ছড়িয়ে দিন ওই প্লেটে। এবার ওই চিনি ভর্তি প্লেটটি কিছুক্ষণ রোদে ফেলে রাখুন। মাঝেমধ্যে চিনি উল্টেপাল্টে দিন। দেখবেন আস্তে আস্তে পিঁপড়ে পালিয়ে গেছে। দ্বিতীয়ত, চিনির কৌটোতে কয়েকটি লবঙ্গ দিয়ে দেখুন। ম্যাজিকের মতন কাজ দেবে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত পিঁপড়ে পালিয়ে যাবে। তৃতীয়ত , একটি পাতা ব্যবহার করলে সহজেই চিনির কৌটা থেকে পিঁপড়ে পালাবে। তা হল তেজপাতা। চিনিকৌটোতে কয়েকটি তেজপাতা ভরে দিন। দেখবেন ভেতরে থাকা পিঁপড়ে যেখান দিয়ে পারছে পালিয়ে যাচ্ছে। এছাড়া শুকনো লঙ্কা রাখতে পারেন চিনির কৌটই । শুকনো লঙ্কার ঝাঁজে পিঁপড়ে পালিয়ে প্রাণ বাঁচাতে চাইবে।চিনির কৌটো বন্ধ করার আগে, তার মুখে একটি পাতলা কাপড় লাগিয়ে ঢাকনা লাগাতে পারেন। কৌটোয় এক-দুই টুকরো দারচিনি রেখে দিন। তাতেও কাজ হবে।
তাই এই পদ্ধতিগুলি প্রয়োগ করে সহজেই পারবেন।