বাড়ির মার্বেল ফ্লোর যতই দামি হোক না কেন, রান্নাঘরের তেলচিটে দাগ একে নোংরা আর বিবর্ণ করে ফেলে। বাজারচলতি ক্লিনার ব্যবহার করলে তা মার্বেলের উজ্জ্বলতা নষ্ট করতে পারে। এসব ক্লিনারে থাকে কেমিক্যাল । তাই  ঘরোয়া উপায়ে তেলচিটে দূর করুন।

বেকিং সোডা। এক কাপ গরম জলে ২ টেবিলচামচ বেকিং সোডা মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। এবার যেসব জায়গায় তেল লেগেছে সেখানে স্প্রে করে ১০-১৫ মিনিট রেখে দিন। তারপর নরম কাপড় বা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছে ফেলুন।

ভিনেগার ও লেবুর রসের মিশ্রণ। তবে মনে রাখবেন, যেহেতু ভিনেগার অ্যাসিডিক, তাই খুব বেশি ব্যবহার করবেন না। এক টেবিলচামচ সাদা ভিনেগার, এক টেবিলচামচ লেবুর রস এবং এক কাপ জল মিশিয়ে স্প্রে করুন। এরপর পরিষ্কার নরম কাপড় দিয়ে ঘষে মুছে ফেললেই দারুণ ফল পাবেন।

চাইলে কয়েক ফোঁটা হালকা ডিশওয়াশ লিকুইডও মিশিয়ে নিতে পারেন গরম জলে। এতে তেল ভাঙতে সাহায্য করে।

এইভাবে নিয়মিত পরিষ্কার রাখলে মার্বেল ফ্লোর বা টেবিল টপ থাকবে ঝকঝকে, ক্লিনার ছাড়াই। শুধু ঘরোয়া সামগ্রী ব্যবহার করেই পাবেন পেশাদার পরিষ্কারের মত ফল!