এইভাবে ঘরে বসেই নখকে দিন ট্রেন্ডি লুকস
প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

নখের সৌন্দর্য(Nail art) নিয়ে কোনও কথা হবে না, প্রেম নিবেদনের সময় প্রেমিকার চাঁপার কলির মতো আঙুল আর সংলগ্ন নখ আপনার মন ভরিয়েছে। নেল আর্ট দেখার মতো, তাতে রঙের কারিকুরি সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে। কিন্তু কাজের চাপে আর নখকে সাজানোর সুযোগ পাচ্ছেন না। তাবলে তো আর চলতে পারে না। কেননা ফ্যাশনের অন্যতম একটা অংশ এই নখকে।নখকে না সাজালে গোটা সাজটাই সম্পূর্ণ হয় না। নখ যারা খায়, তাদের দেখেই যেমন পাওয়া যায় তাদের বদভ্যাসের পরিচয়, তেমনই যাঁরা নখের নিয়মিত যত্ন নেন, তাঁদের দেখলে বোঝা যায়, শরীরের খুঁটিনাটি জিনিস নিয়ে  কতটা যত্নবান।

নখের কাটিংয়েই (Nail shape)সৌন্দর্য ধরা পড়ে। যদি অনুষ্ঠান উপলক্ষে নখ বড় রাখতে চান তাহলে অবশ্যই ঠিক করে নিন কতটা বড় রাখবেন। কোন ধরনের পোশাক পড়বেন, কেমন সাজতে চান। তার উপরে নির্ভর করে নখ কাটুন, গোল করে কাটতেপারেন। একেবারে স্ট্রেট কাটতে পারেন। কিম্বা মাঝখানটা শুধু গোল করেও কাটতে পারেন। তীক্ষ্ন করে কাটলে সাজটাও বদলে যাবে। এবার প্রয়োজনমতো নেলপলিশ(Nail Polish) লাগান সেই সঙ্গে পছন্দের নেল আর্ট করুন।

তবে যেমন করেই নখকে সাজান না কেন আগে শেপ ঠিক করে নিন। তাতেই আকর্ষণ বাড়বে। অনেকেই কাচের নেল ফাইল ব্যবহার করেন , কারণ এতে ফাইলিং খুব নিঁখুত ও সুন্দর হয়, তবে ধাতুর ফাইলেও যে কাজ খারাপ হয় তা নয়। ফাইলিং এর ক্ষেত্রে ফাইলটি ধরার পদ্ধতি একেবারেই ক্লিপারের মতো। স্কোয়ার নখের ক্ষেত্রে নখের দুধার ফাইলিং করে গোল করে দেওয়া ভালো, এতে নখ আরও সুন্দর লাগে। ওভালের ক্ষেত্রে মাঝের অংশের ফাইলিং খুব যত্ন নিয়ে করা দরকার, নয়তো ওভাল শেপ ঠিকঠাক আসে না। আর শার্প নখের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার ফাইলিং।‌ নখের মাঝের যে অংশ তীরের ফলার মত কাটা হয়েছে তাকে ফাইলিং এর মাধ্যমে সামান্য গোল করে দিন, এতেই দারুণ লাগবে আপনার নখ।