Dengue Mosquito/Aedes Mosquito

দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু (Dengue) আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। ক্রমশ যেন মহামারির আকার নিচ্ছে ডেঙ্গু। মূলত ডেঙ্গু রোগের বাহক এডিস মশা (Aedes Mosquito)। সারাদিনই অল্পবিস্তর মশা আমাদের কামড়ে থাকে। কিন্তু এই প্রাণঘাতী এডিস মশা সব থেকে বেশি কামড়ায় কোন সময়ে? কীভাবেই বা চিনবেন এই প্রাণঘাতী মশাকে (Dengue Mosquito)?

এডিস মশা (Aedes Mosquito) কখন কামড়ায় তা নিয়ে প্রাণীবিজ্ঞানী এবং কীটতত্ত্ববিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে মূলত দিনের বেলাতেই বেশি কামড়ায় এডিস মশা। সূর্য ওঠার ৩-৪ ঘণ্টার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে এডিস মশা। এবং বিকেল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত তারা সক্রিয় থাকে। তাই বলে এমনটা একেবারেই নয় যে রাতের বেলা এই মশা কামড়ায় না বা সক্রিয় থাকে না। ঘর আলোকিত থাকলে এডিস মশা রাতেও কামড়ায়। আলোকিত জায়গা বেশি পছন্দ করে এই মশা।

এডিস মশা চেনার উপায়ঃ

এডিস মশা (Aedes) বাকি মশাদের তুলনায় একটু বেশি কালো হয়। এদের মাথার পিছনে উপরের দিকে সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর এই সাদা দাগটি থাকে। এছাড়া এদের পা এবং পিঠে সাদা ডোরাকাটা থাকে। মূলত এই দুটি বৈশিষ্ট্য দেখেই চিহ্নিত করা যায় এডিস মশা।