হাঁটু এবং কনুই কালচে হয়ে ওঠে। মূলত মৃত স্কিন জমে এই দুটি অঞ্চল কালচে হয়ে ওঠে। অনেকের কালচে ভাবটা এতটাই হয়ে ওঠে যে দেখতে খারাপ লাগে। তবে অনেকেই বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেন এই দাগ জন্য। কিছু ঘরোয়া পদ্ধতি আছে যেগুলি প্রয়োগ করলে কোন এবং হাঁটুর কালো ছোপ দূর হয়ে যাবে ধীরে ধীরে। এই পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন।

লেবুর রসে রয়েছে ভিটামিন সি তাই যে কোন দাগ চোখ দূর করতে লেবুর বিকল্প নেই।

দুই টেবিল চামচ বেসনের সঙ্গে লেবুর রস মেশান। এবার হাঁটু ও কনুইয়ে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি প্রয়োগ করলে ধীরে ধীরে আপনার কোন এবং হাঁটুর কালো ছোপ কমতে থাকবে।

এক চামচ হলুদের সঙ্গে টক দই ও মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। হলুদ টক দই এবং মধুর এক সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। কনুই ও হাঁটুতে ১৫ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

এছাড়া আরো একটি ঘরোয়া পদ্ধতি রয়েছে, সেটিও প্রয়োগ করতে পারেন।। তার জন্য প্রয়োজন নারকেল তেল এবং কর্পূর। নারকেল তেলের সঙ্গে এক চিমটি কর্পূর গুঁড়া মেশান। মিশ্রণটি হাঁটু ও কনুইয়ে ত্বকে লাগান । বেশ কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন কালচে ছোপ চলে যাচ্ছে।

বেকিং সোডা ব্যবহার করেও কাজ পেতে পারেন। হাঁটু ও কনুইয়ের বেকিং সোডা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন তারপর ধুয়ে ফেলুন। এছাড়া এলোভেরার রসের সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে নিন সেই মিশ্রণটি কোন এবং হাঁটুতে নিয়মিত ব্যবহার করুন ধীরে ধীরে ছোপ দূর হতে থাকবে। এছাড়াও পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন। হাঁটু ও কনুইয়ের ওপর পাতিলেবু একটা খোসা সমেত ঘষতে থাকুন। বেশ কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। আলু থেঁতো করে তার রস বের করুন। এবার তার সাথে সামান্য চালগুড়ি মিশিয়ে নিন। এর সাথে হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে এক চামচ পরিমাণ টমেটোর রস মেশান। এই মিশ্রণটি হাঁটু, কনুইয়ের ত্বকে লাগান ৷ নিয়মিত ব্যবহার করলে খুব দ্রুত কাজ পাবেন।

এই ঘরোয়া পদ্ধতিগুলি প্রয়োগ করে কোন এবং হাঁটুরতে কালচে ছোপ দাগ দূর করতে পারবেন। তবে সব কটি ফর্মুলা প্রাকৃতিক উপায়ে তৈরি তবুও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।।