ত্বকের জেল্লা বাড়াতে বিভিন্ন রকম ফেসপ্যাক ব্যবহার করেন অনেকেই। তাতে বাজেট অনেক বেড়ে যায়। বিভিন্ন কোম্পানির ফেসপ্যাক গুলির প্রচুর দাম। তার ওপর এই তীব্র গরম বাইরে বের হলেই স্কিন ঠিক রাখা মুশকিল। সবাই চায় ত্বক টানটান এবং চকচকে থাকুক। অনেকেরই বলি দেখা দেয়।  মুখে কালচে ছোপ বা দাগ দেখা দেয়। চিন্তায় পড়ে যান। তবে ঘরোয়া উপায়ে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।  যে নারকেল তেল ব্যবহার করেন সেই নারকেল তেলই রয়েছে রহস্যের সমাধান । নারকেল তেল কয়েকটি উপকরণ মিশিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে ঘরোয়া ফেসপ্যাক। যা চামড়া টানটান করবে, বলি দেখা দূর করবে, যার ফলে আপনার ত্বক হয়ে উঠবে ঝকঝকে।

কয়েকটি উপকরণ হাতের কাছে রেখে দিন।  চালের গুঁড়ো: ১-২ চা চামচ , অ্যালোভেরা জেল ১ চা চামচ , কাঁচা দুধ: ১-২ চা চামচ , নারকেল তেল: আধ চা চামচ । এবার

একটি কাচের ছোট বাটিতে নিন। যদি নারকেল তেল জমে গিয়ে থাকে, তবে ব্যবহারের আগে সামান্য গরম করে গলিয়ে নিন। যদি তাজা অ্যালোভেরা ব্যবহার করেন, তবে পাতা থেকে সাবধানে জেল বের করে নিন।

এবার একটি কাঁচের বাটি নিন। কাঁচের বাটিতে নারকেল তেল দিয়ে দিন। হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল তাতে মেশান এবার তাতে চালের গুঁড়ো দিয়ে দিন। তাতে দুধের দুধ দিন। আস্তে আস্তে নাড়তে থাকুন। যে প্যাকটি তৈরি করবেন খেয়াল রাখবেন সেটি যেন খুব পাতলা না হয়ে যায়। তাহলে মুখে লাগতে পারবেনা । আবার খুব ঘন হলেও ব্যবহার করা সমস্যা। তাই ঘনত্ব নিজে অনুমান করে তৈরি করুন। প্রয়োজনে চালের গুঁড়ো একটু বেশি মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেই বাটি রেখে দিন। পরিষ্কার করুন আপনার মুখ ধুয়ে নিন। প্রয়োজনে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন‌। এবার এই ফেস প্যাকটি মুখে হালকা ভাবে লাগিয়ে নিন। ২০ থেকে ৩০ মিনিট মুখের মধ্যে রাখুন।  যখনই শুকিয়ে যাবে হালকা সামান্য হাতে জল নিয়ে মালিশ করুন। যেন মুখের মধ্যে টানটান না ভাব অনুভূত হয়। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। অবশ্যই ধোয়ার পর মুখের জল মুছে ময়শ্চারাইজার ক্রিম লাগাবেন। এই ফেস প্যাকটি  সপ্তাহে এক বা দুবার ব্যবহার করতে পারেন। আপনার ত্বক উজ্জ্বল ঝকঝকে করে তুলবে।