লাইভ ইটিং চ্যালেঞ্জে অংশ নেয় ২৪ বছর বয়সী এক চীনা মহিলা। চ্যালেঞ্জের জন্য অতিরিক্ত খাবার খাওয়ার কারণে মৃত্যু হয় ওই চীনা মহিলার। মিডিয়া রিপোর্ট অনুসারে, লাইভ ইটিং চ্যালেঞ্জে একজন পরিচারিকা হিসেবে কাজ করতেন প্যান জিয়াওটিং। এরপর এক বন্ধুর দ্বারা অনুপ্রাণিত হয়ে লাইভ ইটিং চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন তিনি। প্রতিদিন ১০ ঘন্টার বেশি সময় ধরে খেতে হয়েছিল এই চ্যালেঞ্জে অংশগ্রহণকারীদের।
জানা গিয়েছে, প্রথমদিকে ক্যামেরার সামনে একাই খেতেন প্যান জিয়াওটিং, কিন্তু চ্যালেঞ্জ চলাকালীন তার ফ্যান ফলোয়ারস বাড়ার কারণে এই চ্যালেঞ্জের লাইভ স্ট্রিমিং শুরু করা হয়। এই সময় তার ফ্যান ফলোয়ারসরাও অনলাইন মাধ্যমে পুরস্কৃত করে তাকে। প্যান জিয়াওটিংয়ের দেহের পোস্টমর্টেম থেকে জানা গিয়েছে যে তার পেট পূর্ণ ছিল অপাচ্য খাবারে। তার পাশাপাশি বিকৃত হয়ে গিয়েছিল প্যান জিয়াওটিংয় পেটের আকৃতিও।
এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, লাইভ ইটিং চ্যালেঞ্জ চলাকালীন ১০ কেজির বেশি খাবার খেয়েছিল সোশ্যাল মিডিয়া প্রভাবশালী জিয়াওটিং। লাইভ ইটিং চ্যালেঞ্জে নিরামিষ এবং আমিষ খাবারের পাশাপাশি কিছু অদ্ভুত খাবারও খেতেন তিনি। এই চ্যালেঞ্জ গ্রহণের কারণেই কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। এই সময়ে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তপাতের শিকার হয়েছিলেন জিয়াওটিং। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই খাওয়া-দাওয়ার নতুন পর্ব শুরু করেন তিনি। এরপর ১৪ জুলাই মৃত্যু হয় তার।