বেলপাতা শুধু পুজোতেই কাজে লাগে তা নয়, বেলপাতা খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। শরীরের কঠিন সমস্যা দূর হয়ে যায় বেলা পাতা খেলে। জেনে নিন বেশ পাতা খাওয়ার উপকারিতা। বেলপাতা খেলে কোন অপকার নেই বরং উপকার মেলে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় বেল পাতা খেলে। হজমশক্তি বাড়াতেও বেল পাতার ভূমিকা রয়েছে। এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বেল পাতা।

যারা ডায়াবেটিস এ ভুগছেন তারা বেলপাতা খেলে উপকার পাবেন। দেহের সুগার লেবেল ঠিক থাকবে।‌

পেটের যেকোন সমস্যায় বেলের বিরাট উপকার। তবে বেশ পাতাও কম নয়। বেলপাতা হজমশক্তি বাড়াতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বেলপাতা পেটের গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এর মতো সমস্যা দূর করতে সাহায্য করে।

বেলপাতা হৃদরোগের উন্নতি ঘটাতে সাহায্য করে বলে মনে করা হয়। বেলপাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। চোখের ছানি ও জ্বালা উপশম করে।

কীভাবে খাবেন? ২চামচ বেলের পাতার রস বের করুন। মধুর সাথে মিশিয়ে পান করুন। এতে চোখের অনেক উপকার হয়।

এছাড়া বেল পাতার রস, মধু ও গোল মরিচ এর গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগে উপকার হয়।