আজ সরস্বতী পুজো (Saraswati Puja 2024)। আজ থেকেই বসন্ত ঋতুর শুরু। এই দিনটিকে দেবী সরস্বতীর আরাধনার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, যারা এই দিনে ভক্তি সহকারে দেবী মাকে পূজা করেন তাঁরা জ্ঞানের আশীর্বাদ পান বলে বিশ্বাস করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত (Basant Panchami 2024) হয়। সরস্বতী পুজোর দিন অনেকেই তাঁদের প্রিয়জনকে শুভেচ্ছা পাঠান। আপনিও যদি কিছু মিষ্টি শুভেচ্ছা বার্তা খুঁজে থাকেন তাহলে আপনার জন্য একগুচ্ছ শুভেচ্ছা বার্তা।
দেখুন-
বসন্ত পঞ্চমীর দিনে হলুদ রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। শিক্ষা বা যেকোনো শুভ কাজ শুরু করার জন্য এটি খুবই শুভ বলে মনে করা হয়। আজ পড়ুয়ারা হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে থাকেন। আপনিও চাইলে আজ নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে একখানা হলুদ রঙের পোশাক বেঁছে নিতে পারেন।