রাত পেরোলেই গোটা দেশে পালিত হবে হোলি। রঙের এই উৎসব আনন্দ নিয়ে আসবে দেশবাসীর মনে। এই দিনে, শুধু রং খেলাই হয় না, শত্রুরাও ক্ষোভ ভুলে একে অপরকে আলিঙ্গন করেন। এবার হোলির শুভেচ্ছা জানাতে রইল লেটেস্টলি বাংলা (LatestLY) বাংলার শুভেচ্ছা কার্ডের সম্ভার, আর কি চাই!