Happy Holi Messages (File Image) 

আজ (২৫ মার্চ) সারা ভারত জুড়ে মহা আড়ম্বরে পালিত হবে রঙের উৎসব। হোলির এই পবিত্র দিনে আমরা সবাই একে অপরকে আবিরের ছোঁয়ায় রঙিন করে তোলার পাশাপাশি মিষ্টিমুখ করাই। খুশির উৎসব উদযাপন করতে এবং এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে সাত সকালেই বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং প্রিয়জনকে পাঠিয়ে দিন হোলির শুভেচ্ছা। লেটেস্টলি বাংলা নিয়ে এল সেই হোলির শুভেচ্ছা বার্তা।