Hair Growth Serum: মাত্র ২০ দিনে নতুন করে চুল (Hair Growth) উঠবে। যদি কারও টাক মাথা থাকে, তাহলে তাঁদেরও চুল উঠবে মাত্র ২০ দিনে। ন্যাশানাল তাইওয়ান ইউনিভার্সিটির গবেষকরা এমনই দাবি করেছেন। ন্যাশানাল তাইওয়ান ইউনিভার্সিটির একদল গবেষক, একটি নতুন ধরনের রাব-অন সিরাম তৈরি করেছেন। যে সিরাম ইঁদুরের চামড়ায় মাত্র ২০ দিনের মধ্যে চুল গজানোর প্রক্রিয়া শুরু করেছে। যা দেখে আশান্বিত গবেষকরা। ওই রাব-অন সিরামের মাধ্যমে মানুষের মাথায়ও ২০ দিনের মধ্যে নতুন করে চুল গজাতে পারে বলে গবেষকরা মনে করছেন।
যদিও এই সিরাম এখনও পর্যন্ত মানুষের ব্যবহারের উপযোগী হিসেবে তৈরি হয়নি। মানুষের ব্যবহারের উপযুক্ত হিসেবে এই সিরাম তৈরি হলে, তা বহুজনের কাজে লাগবে বলে মনে করছেন গবেষকরা।
ন্যাশানাল তাইওয়ান ইউনিভার্সিটির গবেষকরা যে সিরাম তৈরি করেছেন, তা কীভাবে কাজ করবে...
গবেষকদের কথায়, চামড়ায় হালকা জ্বালাপোড়া অনুভব হলে চুলের ফলিকল নতুন করে সক্রিয় হয়। আর এই ফলিকল সক্রিয় হলে, তা থেকে নতুন চুল গজায়। এই প্রক্রিয়া 'হাইপারট্রাইকোসিস' নামে পরিচিত। সিরামটি এই প্রক্রিয়া অনুকরণ করে চামড়ার ফ্যাট সেলগুলিকে উদ্দীপ্ত করে। ফ্যাট সেলগুলি এরপর ফ্যাটি অ্যাসিড ছাড়তে শুরু করে। এই অ্যাসিডগুলি চুলের স্টেম সেলগুলোকে শক্তি প্রদান করে। স্টেম সেলগুলি যে শক্তিপ্রাপ্ত হয়, তা থেকেই নতুন করে চুল গজানোর প্রক্রিয়া শুরু হয়। এমনই মনে করছেন গবেষকরা।
কীভাবে ফলাফল পেলেন গবেষকরা...
এই পরীক্ষার প্রথম ধাপে ইদুরের শরীরে চুল গজানোর প্রক্রিয়া শুরু করা হয়। যা থেকে গবেষকরা সফল হন ২০ দিন থেকে।
এক গবেষক নিজেও নিজের পায়ে ওই সিরাম লাগিয়ে চুল ওটানোর চেষ্টা করে সফল হন। তবে এটির পরবর্তী পর্যায়ের গবেষণা করে, তবেই এই সিরামের ইতিবাচক দিক তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।
গবেষকদের সতর্কতা
এই নয়া সিরামের পরীক্ষা মনুষের উপর করা হয়নি। মানুষের উপর এই সিরাম প্রয়োগের পরই তার ফল প্রকাশ্যে আনা হবে বলে জানা যাচ্ছে।