বাঙালির কাছে কচু একটি পরিচিত এবং জনপ্রিয় সবজি। সস্তার এইসবজি দিয়ে অনেক রকম পদ তৈরি হয়। শুধু তাই নয় কচুভ ভাতে খাওয়াও ভীষণ উপকার। পুষ্টিগুণে ভরপুর কচু। কচু নিয়মিত খেলে শরীরে অনেক রকম উপকার পাওয়া যায়। মূল থেকে পাতা পর্যন্ত সব অংশই খাওয়া যায়, এবং সমস্ত অংশ জুড়ে ই উপকার। এবার জেনে নিন কচু আমাদের কি উপকারে লাগে।

আয়রন সমৃদ্ধ সবজি কচু। রক্তশূন্যতা দূর হয় নিয়মিত খেলে। কচুতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন। গর্ভবতী মা এবং শিশুদের জন্য ভীষণ উপকারী। ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘ই’ রয়েছে কচুতে। খারাপ কোলেস্টেরল কমাতে কচুর ভূমিকা আছে।

কচুতে আছে ভিটামিন ‘এ’। যাকচু চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রাতকানা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, ছানি সহ বিভিন্ন রকম চোখের সমস্যায় প্রচুর উপকারী। ফাইবার আছে কিচুতে। তাই হজম ক্ষমতা সাহায্য করে কচু। কচুতে রয়েছে পেকটিন। যা কোষ্ঠকাঠিন্য দূর করে। রক্তচাপ নিয়ন্ত্রণে কচু উপকারি। ভিটামিন ‘এ’, ‘সি’ এবং অ্যান্টি-অক্সিডেন্ট আছে কচুতে। তাই ত্বকের জন্য ভালো। ত্বকের বলিরেখা, বয়সের ছাপ, ব্রন ও ব্রনের দাগ দূর করতে কচুর নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। শুধু তাই নয় চুল পড়া রোধ করা কচু।

কচু ছাড়াও আবার কচুর লতিও খাওয়া যায়। এটি গাছের মূল থেকে সংগ্রহ করা হয়। তাই নিয়মিত কচু খেলে শরীরে বিভিন্ন উপকার হয়।