
পৃথিবীতে প্রতিদিনই পালন করা হয় কোন না কোন দিবস অর্থাৎ প্রতিদিনই পালন করা হয় কোন না কোন বিশেষ দিন। এমনই ২৩ মার্চ গোটা বিশ্বে পালন করা হয় বিশ্ব আবহাওয়া দিবস। পৃথিবীতে আবহাওয়া সম্পর্কিত তথ্য প্রদানকারীদের অবদানের প্রশংসা করার জন্য ২৩শে মার্চ পালন করা হয় এই দিনটি। চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্ব আবহাওয়া দিবসের ইতিহাস ও গুরুত্ব। আবহাওয়ার সামান্য পরিবর্তনও একজন ব্যক্তির জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আবহাওয়ার পূর্বাভাসের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল আবহাওয়া সংস্থা।
১৯৫০ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠিত হয় আবহাওয়া সংস্থা এবং তখন থেকেই গোটা বিশ্বে পালন করা শুরু হয় বিশ্ব আবহাওয়া দিবস। আবহাওয়া সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। আবহাওয়া দিবস সম্পর্কিত সংগঠনের ওয়েবসাইটে একটি স্লোগান লেখা হয়েছে, যার অর্থ 'জাতীয় আবহাওয়া ও জলবিদ্যুৎ পরিষেবার অপরিহার্য অবদান' প্রদর্শন করে এই দিনটি। ভারতের আবহাওয়াবিদ্যার ইতিহাস বেশ পুরোনো। ভারতে আবহাওয়া বিভাগ গঠিত হয় ১৮৭৫ সালে। বর্তমানে এর মহাপরিচালক হলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র, যাকে বিশ্ব আবহাওয়া সংস্থার সহ-সভাপতি হিসেবেও ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালে।