Naked Man Festival (Photo Credit: X)

টোকিও: ১৬৫০ বছরের ইতিহাসে জাপান (Japan)-এর ‘হাদাকা মাতসুরি’ বা ‘নগ্ন পুরুষ'  (Naked Man) উৎসবে প্রথমবার মহিলারা (Women) অংশ নিচ্ছেন। এই উৎসবটি জাপানের আইচি প্রিফেকচারের ইনাজাওয়া শহরে কোনমিয়া (Konomiya) মন্দির দ্বারা আয়োজিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সাউথ চায়না মর্নিং পোস্ট অনুসারে, চলতি বছর এই উৎসবটি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় ১০০০০ স্থানীয় পুরুষ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। আরও পড়ুন: Ram Mandir: রামমন্দির প্রাণপ্রতিষ্ঠার তৃতীয় দিনেও রামলালার দর্শনে ভক্তদের ভিড়, জয় শ্রী রামের স্লোগান, দেখুন ভিডিও

'হাদাকা মাতসুরি' উৎসবের স্রেফ একফালি ন্যাকড়ায় যতটুকু না হলে নয়, ততটুকুই লজ্জা নিবারণ করে হাজারো জাপানি পুরুষ এদিন ঠান্ডা জলে স্নান করেন।

দেখুন