শিক্ষার্থীদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষক। তাই শিক্ষকদের সম্মান জানানোর জন্য প্রতি বছর সারা বিশ্বে পালন করা হয় শিক্ষক দিবস। শিক্ষকরা সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যারা শিক্ষার মাধ্যমে দেশের ভবিষ্যত গড়ে তোলেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ভারতরত্ন প্রাপ্ত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। ৫ সেপ্টেম্বর তার জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয় শিক্ষক দিবস। তবে বিশ্বের অনেক দেশে ৫ অক্টোবর পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস।
১৯৬২ সালে ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেই সময় তার ছাত্ররা তাকে সম্মান জানানোর জন্য ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করার অনুরোধ জানায়। এরপর সমাজে শিক্ষকদের অপরিসীম অবদানকে তুলে ধরার উদ্দেশ্যে ৫ সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করেন ডঃ রাধাকৃষ্ণন। ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর প্রথম পালন করা হয় শিক্ষক দিবস। সেই থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ভারতে।
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের তৎকালীন মাদ্রাজ প্রেসিডেন্সির থিরুত্তানির কাছে একটি গ্রামে একটি তেলেগু পরিবারে জন্মগ্রহণ করেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। আধুনিক ভারতের অন্যতম সেরা দার্শনিক ও পণ্ডিত হিসেবে পরিচিত তিনি। বিভিন্ন সমালোচনামূলক মূল্যায়ন প্রকাশ করার পাশাপাশি হিন্দুধর্ম ও দর্শনের উপর বইও লিখেছেন তিনি। ভারতের স্বাধীনতার পর ১৯৫২ সাল থেকে ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি এবং ১৯৫৭ সাল থেকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন ড: রাধাকৃষ্ণন। ১৯৭৫ সালের ১৭ এপ্রিল, ৮৬ বছর বয়সে তামিলনাড়ুর মাদ্রাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডঃ রাধাকৃষ্ণন।