মুম্বই, ২৪ সেপ্টেম্বর: ইদ মিলাদ উন নবি (Eid Milad Un Nabi 2021), আবার মাওলইদও বলা হয়ে থাকে৷ অথবা ইদ-ই-মিলাদ উদযাপিত হবে ১২ রবিউল আওয়াল৷ ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাস৷ হজরত মহম্মদ সাঃ এর জন্মদিবস হিসেবেই ইদ-মিলাদ উন নবি পালিত হয়৷ মনে করা হয় ১২ রবিউল আওয়ালেই পৃথিবীতে আসেন হজরত মহম্মদ সাঃ৷ ভারতে ইদ মিলাদ উন নবি অক্টোবরে পড়েছে৷ চাঁদের অবস্থান দেখে নির্দিষ্ট দিনটি ঘোষণা করা হবে৷ আগামী ৮ অথবা ৯ অক্টোবর রবিউল আওয়াল মাস শুরু হতে চলেছে৷ যদি সাত তারিখে চাঁদ দেখা যায় তাহলে ভারতে ৮ অক্টোবর থেকে রবিউল আওয়াল মাস শুরু হবে৷
যদি ৭ তারিখে চাঁদ না দেখা যায়, তাহলে ৯ অক্টোবর থেকে শুরু হবে রবিউল আওয়াল৷ রবিউল আওয়াল মাস শুরু হলেই ইদ-ই-মিলাদ এর দিনটিও ঘোষণা করা হবে৷
ভারতে ইদ মিলাদ উন নবি দিবস ২০২১:
আগেই বলা হয়েছে যে, ১২ রবিউল আওয়ালে ইদ মিলাদ উন নবি দিবস (Eid Milad Un Nabi 2021) পালিত হয়৷ যদি ৮ অক্টোবর রবিউল আওয়াল মাস শুরু হয়, তাহলে ১৯ অক্টোবর পড়বে নবি দিবস৷ যদি ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাসটি ৯ অক্টোবর থেকে শুরু হয়, তাহলে ২০ অক্টোবর হবে ১২ রবিউল আওয়াল৷ আও পড়ুন-Dry Day-Bhabanipur By-Election: ভবানীপুর উপনির্বাচনে কলকাতায় ৫ দিন বন্ধ বার ও মদের দোকান; কবে কোথায়?
উল্লেখ্য, শুধুমাত্র মুসলিমদের একাংশ ১২ রবিউল আওয়াল হজরত মহম্মদ সাঃ –এর জন্মদিন পালন করে৷ সুফি ধারায় বিশ্বাসী মুসলিমরাই নবি দিবস উদযাপন করে৷ বাকি মুসলিমদের মত, ইসলামিক সংস্কৃতিতে হজরত মহম্মদ সাঃ এর জন্মদিন পালনের কোনও জায়গা নেই৷