কলকাতা, ২৪ সেপ্টেম্বর: কলকাতার কিছু অংশের বার ও মদের দোকানগুলি (Liquor Shops) আগামী সপ্তাহে পাঁচদিন বন্ধ থাকছে৷ মূলত ভবানীপুরে (Bhabanipur) উপনির্বাচনে (By-Election) লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই উপলক্ষে নির্বাচন কমিশন বার ও মদের দোকান বন্ধের নির্দেশিকা জারি করছে৷ যে পাঁচদিন কলকাতার একাংশে বার ও মদের দোকানগুলি বন্ধ থাকছে, তারমধ্যে একটি আবার ড্রাই ডে, মহাত্মা গান্ধীর জন্মদিন৷ আগামী ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছটা থেকে বন্ধ হয়ে যাচ্ছে বার ও মদের দোকান৷ এরপর ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ২ ও ৩ অক্টোবর নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বন্ধ থাকবে মদের দোকান ও বার৷ আরও পড়ুন- Mahant Narendra Giri Death: মহান্ত নরেন্দ্র গিরির রহস্যজনক মৃত্যুর নেপথ্যে মিষ্টির ব্যাগ! উত্তর খুঁজছে গোয়েন্দারা
নির্বাচন কমিশনের নির্দেশিকা বলছে, উপনির্বাচনী এলাকায় বার ও মদের দোকান বন্ধ থাকবে৷ নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বন্ধ হওয়ার পর যতক্ষণ না ভোট শেষ হচ্ছে, ততক্ষণ দোকান খোলার অনুমতি নেই৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন৷ সেকারণেই ২৮ তারিখ সন্ধ্যা সাড়ে ছটা থেকে বন্ধ হয়ে যাচ্ছে মদের দোকান৷ কলকাতার নিউমার্কেট, পার্কস্ট্রিট, শেকসপিয়ার সড়ণি, কালীঘাট, ভবানীপুর, আলিপুর, চেতলা, একবালপুর, ওয়াটগঞ্জ, বউবাজার-সহ উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন৷
এই প্রসঙ্গে Hotel and Restaurants Association of Eastern India-র প্রধান সুদেশ পোদ্দার টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “টিপলারদের জন্য একমাত্র স্বস্তি হল ২ অক্টোবর থেকে ক্লাবগুলি খোলা থাকবে৷ বার বন্ধ থাকায় বিক্রিবাট্টায় ভাটা পড়বে৷ কেউ তো আর নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করতে পারে না৷” সম্প্রতি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতিদ্বন্দ্বি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে এবার ভবানীপুরের উপনির্বাচনে তিনি লড়ছেন৷