প্রয়াগরাজ, ২৪ সেপ্টেম্বর: আখড়া পরিষদের প্রধান (Akhara Parishad chief) মহান্ত নরেন্দ্র গিরির মৃত্যু (Mahant Narendra Giri) ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে৷ শুক্রবার তদন্তাকারী অফিসাররা বাগমভরি মঠে একটি ব্যাগ পেয়েছেন৷ যেটিতে বাবা সুইট শপ নাম লেখা রয়েছে৷ যে দোকানটি রাজস্থানের আলোয়ারে অবস্থিত৷ মূলত কালাকাঁদের জন্য এই দোকান বেশ জনপ্রিয়৷ কিন্তু ব্যাগটিতে কোনও মিষ্টি ছিল না৷ তদন্তকারী সংস্থা এখন খুঁজে বের করার চেষ্টা করছে যে, ব্যাগ এই মঠে আনল কে, আর ব্যাগের মধ্যে মিষ্টি নাকি অন্যকিছু ছিল৷ কারণ ব্যাগটি দেখতে পুরোপুরিই নতুনের মতো৷ আরও পড়ুন-Aditya Chopra Rejects Amazon Prime Video: অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে না যশরাজের ছবি, ৪০০ কোটির চুক্তি ফেরালেন আদিত্য চোপড়া
এই প্রসঙ্গে এক তদন্তকারী অফিসার বলেন, “ব্যাগ দেখে মনে হচ্ছে, আলোয়ার থেকে কেউ মহান্তের সঙ্গে দেখা করতে এখানে এসেছিলেন৷ আমরা সেই ভদ্রলোককে চিহ্নিত করার চেষ্টা করছি৷ খুঁজে দেখা হচ্ছে তাঁর সঙ্গে মহান্ত নরেন্দ্র গিরির কোনও যোগ ছিল কি না৷”
উল্লেখ্য, প্রয়াত মহান্ত নরেন্দ্র গিরি রাজস্থানের ভিলাওয়াড়ার বাসিন্দা ছিলেন৷ এদিকে সম্প্রতি দু এক সপ্তাহের মধ্যে রাজস্থান থেকে কোনও দর্শণার্থী বাগমভরি মঠে এসেছিল কি না তানিয়ে মুখ কুলুপ এঁটেছে মঠের কর্মী ও বাসিন্দারা৷ তাঁদের মতে এমন কেউ আসেননি৷ এনিয়ে মহান্তের নিরাপত্তাকর্মীর সঙ্গেও বার্তালাপ করেন তদন্তকারী অফিসাররা৷ তবে তিনিও কোনও দর্শণার্থীর আগমনের খবর দিতে পারেননি৷