Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য
Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



Vallabhacharya Jayanti 2024: বল্লভাচার্য জয়ন্তী কবে? জেনে নিন কিভাবে শ্রী বল্লভ হলেন শ্রী বল্লভাচার্য... | 🙏🏻 LatestLY

Vallabhacharya Jayanti 2024: বল্লভাচার্য জয়ন্তী কবে? জেনে নিন কিভাবে শ্রী বল্লভ হলেন শ্রী বল্লভাচার্য...

বৈশাখ কৃষ্ণপক্ষ একাদশীর দিনে পালন করা হয় শ্রী বল্লভাচার্যের জন্মবার্ষিকী। শ্রী বল্লভাচার্য ছিলেন একজন ভারতীয় দার্শনিক। তিনি ব্রজে শ্রীকৃষ্ণ ঘোষণা চুক্তি এবং বৈষ্ণব ধর্মের অদ্বৈত দর্শন স্থাপন করেছিলেন। মান্যতা রয়েছে, গোবর্ধন পর্বতে স্বয়ং ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন শ্রী বল্লভাচার্য, তাই উপাসকরা ধুমধাম করে পালন করে বল্লভাচার্য জয়ন্তী। মান্যতা রয়েছে, বল্লভাচার্য একমাত্র সাধক ছিলেন যাঁকে শ্রীনাথজি রূপে দর্শন দিয়েছিলেন ভগবান শ্রী কৃষ্ণ। শ্রী বল্লভাচার্য জির জন্মবার্ষিকী উপলক্ষে পুজো করা হয় ভগবান শ্রী কৃষ্ণের।

পুষ্টি মার্গের প্রবর্তক শ্রী বল্লভাচার্য ১৪৭৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দক্ষিণ ভারতের কাঙ্করওয়াল গ্রামে। তাঁকে মৃত ভেবে তার বাবা-মা পরিত্যাগ করলেও পরে শ্রীনাথ জি তাঁর মাতার স্বপ্নে এসে বলেন যে তিনি বেঁচে আছেন। এরপর অভিভাবকরা নির্ধারিত জায়গায় গিয়ে দেখেন আগুনের গর্তে রয়েছেন তিনি এবং অগ্নিকুণ্ডের চারপাশে বসে ছিলেন ৭ অঘাধ সাধু। ২০২৪ সালে শ্রী বল্লভাচার্যের ৫৪৫ তম জন্মবার্ষিকী পালন করা হবে ৪ মে। শ্রী কৃষ্ণের শ্রীনাথ রূপের পুজো শুরু করেছিলেন শ্রী বল্লভাচার্য, তাই তাঁর জন্মবার্ষিকীর দিনে শ্রীনাথ জির মন্দিরগুলিতে পালন করা হয় একটি দুর্দান্ত উৎসব। এই দিনে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ সমগ্র মহারাষ্ট্রে শ্রীনাথ জির মন্দিরগুলিতে বিভিন্ন আচার-অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয়।

একবার বিজয়নগরে, মাধব ও বৈষ্ণবদের মধ্যে বিতর্কে যোগদানের সিদ্ধান্ত নেন শ্রী বল্লভ। বিতর্কের বিষয় ছিল, 'ঈশ্বর কি দ্বৈতবাদী নাকি অদ্বৈতবাদী?' এই বিতর্ক চলে একটানা ২৭ দিন। মাত্র ১১ বছর বয়সে, রাজার সামনে তার মতামত প্রকাশ করেন শ্রী বল্লভ। এরপর, রাজা কণক দিয়ে অভিষিক্ত করে সম্মান করেছিলেন শ্রী বল্লভকে। এরপরেই 'আচার্য' ও 'জগদ্গুরু' উপাধি লাভ করেন তিনি। রাজা ১০০ মণ সোনার পাত্র উপহার দিলে, তা প্রত্যাখ্যান করে দরিদ্রদের মধ্যে বিতরণ করার অনুরোধ করেন যুবক শ্রী বল্লভ। ১৫৩০ সালে, ত্যাগের ব্রত গ্রহণের পর কাশীর হনুমান ঘাটে যান শ্রী বল্লভাচার্য। শেষ মুহুর্তে গঙ্গা নদীতে জল সমাধি গ্রহণ করেছিলেন শ্রী বল্লভাচার্য।