ফের লেপার্ডের (Leopard) হানা। এবার শ্রীশৈলম মন্দিরের (Srisailam Temple ) কাছে ধরা পড়ল লেপার্ড। রাতের অন্ধকারে একটি বাড়ির পাঁটিলের ভিতরে ঢুকে পড়ে লেপার্ড। ধীর পায়ে ক্রমাগত  বাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে শুরু করে লেপার্ডটি। তেলাঙ্গানার (Telangana) নান্দিয়া জেলায় শ্রীশৈলম মন্দিরের কাছে রয়েছে পুরোহিত সত্যানন্দর বাড়ি। সেই পুরোহিতের বাড়িতেই রাতের অন্ধকারে ঢুকে পড়ে লেপার্ড। সিসিটিভি ক্যামেরায় লেপার্ডের হানাদারি ধরা পড়তেই বন দফতরে খবর দেওয়া হয়। ফলে লেপার্ডটি কোথা থেকে হটাৎ বেরিয়ে এল, সে বিষয়ে বন দফতরের আধিকারিকরা খোঁজ শুরু করেছেন। সেই সঙ্গে বন দফতর ক্রতৃপক্ষ এবং মন্দির কর্তৃপক্ষের তরফে স্থানীয়দের সজাগ কর হয়। স্থানীয়রা যাতে রাতে সতর্ক থাকেন এবং লেপার্ডের গতিবিধি চোখে পড়লে, তা জানান, সে বিষয়ে আবেদন জানানো হয়।

রাতের অন্ধকারে লেপার্ডের হানাদারি...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)