বেঙ্গালুরু, ৬ জানুয়ারি: চিনে হু হু করে বাড়ছে HMPV ভাইরাস। চিনে ক্রমাগত এই ভাইরাসের বাড়বাড়ন্তে পরিস্থিতি জটিল হচ্ছে। যদিও বেজিংয়ের তরফে দাবি করা হয়েছে, এই ভাইরাসে ভয়ের কিছু নেই। এটি নিছক মরশুমি ভাইরাস বলে দাবি করা হয়েছে চিনের তরফে। এসবের মাঝে এবার বেঙ্গালুরুতে খোঁজ মিলল HMPV ভাইরাসে আক্রান্তের। বেঙ্গালুরুতে HMPV ভাইরাসে আক্রান্ত আট মাসের ছোট্ট শিশু। যে শিশু HMPV ভাইরাসে আক্রান্ত, তার বিদেশ থেকে আসা বা যাওয়ার কোনও খবর নেই বলে রিপোর্টে প্রকাশ।
কর্ণাটকের স্বাস্থ্য দফতরের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বেঙ্গালুরুতে আট মাসের যে শিশু HMPV ভাইরাসে আক্রান্ত বলে প্রথমে মনে করা হয়, সেই সন্দেহ থেকে পরীক্ষানীরিক্ষা চালানো হয়। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়।
কর্ণাটকে HMPV ভাইরাসে আক্রান্ত শিশুর বিষয়ে কেন্দ্রীয় স্বস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে। চিনে যে ভাইরাস ছড়াচ্ছে, তার স্ট্রেনই কি বেঙ্গালুরুতে মিলেছে, সে বিষয়ে এখনও তেমন কোনও তথ্য মেলেনি। সে বিষয়ে খোঁজ চলেছে বলে খবর।
গত ৪ জানুয়ারি চিন থেকে বেশ কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে চিনের একটি বেসরকারি হাসপাতালে রোগীতে উপচে পড়তে শুরু করে। সেই সঙ্গে মর্গগুলিও উপচে পড়ছে বলে দেখা যায়। চিনের হাসপাতালের ওই ছবি দেখার পর থেকেই আতঙ্ক ছড়াতে শুরু করে। কোভিডের মত ভাইরাসই কি চিনে ফের থাবা বসাচ্ছে বলে প্রশ্ন ওঠে। সেই আতঙ্কের মাঝেই এবার বেঙ্গালুরুতে HMPV ভাইরাসের খোঁজ মেলায়, তা নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।