Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বন্ধুদের সঙ্গে ২৯ তম জন্মদিন(Birthday) পালন। আর তারপরেই হোস্টেলের নীচ থেকে মিলল পড়ুয়ার দেহ। ঘটনাটি ঘটেছে আইআইএম বেঙ্গালুরুতে(IIM Bangalore)। সোমবার ভোরে হোস্টেলের নীচ থেকে উদ্ধার হয় ওই পড়ুয়ার দেহ। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

বেঙ্গালুরুতে পড়ুয়ার রহস্যমৃত্যু

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি। এরপরই নিজের রুমে চলে যান। আর তাঁকে দেখতে পাওয়া যায়নি। এরপর হোস্টেলের নীচে তাঁকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তিড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথামিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পড়ূয়া এমনটা অনুমান করা হচ্ছে। সবটাই নির্ভর করছে ময়নাতদন্তের রিপোর্টের উপর। মৃত পড়ুয়ার বন্ধুরা জানিয়েছেন, জন্মদিন উদযাপনের সময় একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। তাঁর মধ্যে কোনওরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কীভাবে এই ঘটনা ঘটল তা কিছুতেই বুঝে উঠতে পারছে না বন্ধুরাও। এমনকী কোনওরকম শব্দও শুনতে পায়নি তাঁরা। একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। গুজরাটের বাসিন্দা ওই পড়ুয়া। ইতিমধ্যেই তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

হোস্টেলের নীচ থেকে মিলল পড়ুয়ার দেহ