SA vs PAK Test Series 2024-25 (Photo Credit: Proteas Men and Pakistan Cricket/ X)

South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 2nd Test Live Streaming: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। কেপটাউনের নিউল্যান্ডসে সোমবার (৬ জানুয়ারি) থেকে শুরু হবে এই টেস্টের চতুর্থ দিন। গতকালে শান মাসুদ ও বাবর আজমের দৃঢ় জুটি পাকিস্তানকে আশার আলো দেখায়। শান মাসুদের সেঞ্চুরি (১০২*) ও বাবর আজমের (৮১) দুরন্ত ইনিংস দক্ষিণ আফ্রিকাকে অবাক করে দেয়। ২০৮ রানে পিছিয়ে থাকলেও পাকিস্তান ফলো অনে মাত্র ১ উইকেট খুইয়ে ২১৩ রান করে। এর আগের ইনিংসে বাবর হাফসেঞ্চুরি (৫৮) করলেও বাকিরা কিছু করতে পারেননি যার ফলে পাকিস্তান ১৯৫ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানে সামনে ফলো অন খেয়ে ফের ব্যাটিং করছে পাকিস্তান। Saim Ayub Injury Update: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের বড় ধাক্কা, ভাঙা গোড়ালির চিকিৎসায় লন্ডন যাচ্ছেন সাইম আইয়ুব

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেনঃ এইডেন মার্করাম, ওয়িয়ান মুল্ডার, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কাইল ভেরিন (উইকেটরক্ষক)-মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, কোয়েনা মাফাকা।

পাকিস্তান স্কোয়াডঃ শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, আমির জামাল, মির হামজা, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্ট সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?

৬ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে (Newlands, Cape Town) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ।

কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।