শ্রীনগর, ৬ জানুয়ারিঃ এক মাসেরও বেশি সময় ধরে তীব্র ঠাণ্ডায় কাঁপছে জম্মু কাশ্মীর। নাগারে তুষারপাত (Snowfall) হয়ে চলছে উপত্যকা জুড়ে। প্রচণ্ড ঠাণ্ডার কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবনে ছেদ পড়েছে। জলের পাইপ থেকে শুরু করে বিদ্যুতের ট্রান্সফরমার জমে যাচ্ছে সমস্ত কিছুই। তীব্র ঠাণ্ডা থেকে নিজেদের বাঁচাতে গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে বেশিরভাগ সময়টা। এমন পরিস্থিতিতে কাশ্মীরের বারামুল্লা (Baramulla) জেলার উরির পান্দ্রেথান এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার হয়েছে পরিবারের পাঁচজনের মৃতদেহ।
রবিবার রাতে এক দম্পতি এবং তাঁদের তিন সন্তানকে তাঁদের ভাড়ার বাসস্থান থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শ্বাসকষ্টের কারণে পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। উপত্যকায় টানা ৪০ দিনের বেশি হাড় কাঁপানো শীতকাল চলছে। প্রচণ্ড ঠাণ্ডায় জমে যাচ্ছে সব কিছু। ঘরবন্দি থেকে কাঠকয়লা জ্বালিয়ে নিজেদের গরম রাখতে হচ্ছে। বিদ্যুতের অভাবে হিটার চালানো সম্ভব হচ্ছে না। ভরসা কেবল কাঠকয়লাই। আর সেই কাঠকয়লাই প্রাণ কাড়ল গোটা পরিবারের।
উদ্ধার পরিবারের পাঁচজনের দেহ...
VIDEO | Srinagar: Five members of a family asphyxiated in Pandrethan area of the city on Sunday.
A couple and its three children, hailing from Uri area of Baramulla district, were found dead inside their rented accommodation in the evening, police said.
(Source: Third Party)… pic.twitter.com/8F4ut5ksFq
— Press Trust of India (@PTI_News) January 6, 2025
কাঠকয়লার ধোঁয়াতেই শ্বাসরোধ হয়ে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।