Winter Storm (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৬ জানুয়ারি: প্রচণ্ড শীতে হু হু করে কাঁপছে আমেরিকা (US)। ইতিমধ্যেই আমেরিকায় (America) এক নাগাড়ে তুষারপাত শুরু হয়েছে। যার জেরে আমেরিকা সাদা হতে শুরু করেছে। যে পরিস্থিতি মার্কিন মুলুকের একাধিক জায়গায় তৈরি হয়েছে, তার জেরে আর কয়েকদিনের মধ্যে আমেরিকার ৬৭০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ হতে পারেন বলে রিপোর্টে প্রকাশ। ওয়াশিংটন থেকে নিউ জার্সি, আমেরিকার একাধিক জায়গায় এ নাগাড়ে তুষারপাত (Snowfall) শুরু হয়েছে। ফলে হু হু করে ঠাণ্ডা বাড়ত শুরু করেছে আমেরিকা জুড়ে। রবিবার বিকেল থেকে ওয়াশিংটন ডিসির কানাস থেকে  নিউ জার্সি কার্যত সাদা হয়ে যেতে শুরু করেছে। ফলে মার্কিন মুলুক জুড়ে কড়া তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া।

তুষারপাতের পাশাপাশি দমকা হাওয়া শুরু হয়েছে। ফলে এই দমকা বা ঝোড়ো হাওয়াই তুষারপাতে মোড়া আমেরিকার পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। কানাস এবং মিসৌরিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুষারপাত পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে খবর। বরফের পুরু আস্তরণে যেমন গোটা এলাকা ঢেকে গিয়েছে, তেমনি বড় বড় বরফের চাঁইও দেখা যাচ্ছে।

দেখুন মার্কিন মুলুকের কী পরিস্থিতি তুষারপাতের জেরে...

 

প্রচণ্ড তুষারপাতে যখন মার্কিন মুলুকের একাধিক জায়গায় সতর্কতা জারি করা হয়েছে,সেই সময় ২,২০০টি বিমান বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবে বিমান চালানো যাবে না বলে জানানো হয়েছে।

জানা যাচ্ছে, এই কঠিল পরিস্থিতিতে প্রত্যেকে যাতে ঘরে থাকেন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ভয়ানক তুষারপাতের জেরে বেশ কিছু জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গাড়ি ভেঙে চুরমার হয়েছে। ফলে যাতে কেউ ঘরের বাইরে বের না হন, সে বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন।