Photo Credits: ANI

অমরনাথ: বরফানি বাবা বা অমরনাথে বরফ জমে সৃষ্টি হওয়া স্বয়ম্ভূ শিব লিঙ্গকে সনাতন ধর্ম মতে দ্বাদশ জ্যোর্তিলিঙ্গের একটি হিসেবে ধরা হয়। প্রতিবছর সাধারণত জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয়ে অগাস্টের ৩১ তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) চলে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। ভারতের পাশাপাশি বিদেশ থেকেও অনেকে এসে এই যাত্রায় অংশ গ্রহণ করেন। এবার কালিফোর্নিয়া (California) থেকে আসা দুই মার্কিন নাগরিককে (US nationals) দেখা গেল এই যাত্রায় অংশ নিয়ে অভিভূত হয়ে পড়তে।

এপ্রসঙ্গে তাঁরা বলেন, "স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda) অমরনাথে এসেছিলেন, এখানে আসার পর তাঁর খুবই গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা (important experience) হয়। আমি ৪০ বছর ধরে এই গল্প (story) জানি। এখানে আসার বিষয়টি অসম্ভব (impossible) লাগত এবং অমরনাথে আসাটা স্বপ্ন (dream) বলেই মনে হত। কিন্তু, ভোলানাথের অনুগ্রহে (Bholenath's grace) সবকিছু একসঙ্গে হয়েছে আর আমরা এখানে পৌঁছে গেছি। আমাদের অনুভূতির কথা আমরা বলে বোঝাতে পারব না।" আরও পড়ুন:  Rain Fury: এক নাগাড়ে বৃষ্টি, হিমাচলের পর উত্তরাখণ্ডে জারি লাল সতর্কতা

দেখুন ভিডিয়ো: