অযোধ্যা: বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আগামী ২৪ জানুয়ারি। ভগবান রামচন্দ্রের গর্ভগৃহে কোন মূর্তি বসানো হবে তা নিয়ে আজ বৈঠকে বসেছিল রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (Ram Janmbhoomi Teertha Kshetra)। আরও পড়ুন: Ayodhya On Hindutv: হিন্দুত্বের সবথেকে বড় জায়গা হবে অযোধ্যা, দাবি শ্রী রাম রিসার্চ সেন্টারের প্রধানের
এই বৈঠকের পর রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ট্রাস্টি বিমলেন্দু মোহন প্রতাপ মিশ্র (Trustee of Ram Janmbhoomi Teertha Kshetra Bimlendra Mohan Pratap Mishra) বলেন, "আজকে ট্রাস্টের বৈঠক ছিল রাম মন্দিরের (Ram temple) জন্য মূর্তি idol) নির্বাচনের বিষয়ে। আমরা মূর্তিটি নির্বাচন করেছি। বৈঠকে একটি ভোটিং ব্যবস্থা ছিল এবং আমরা আমাদের পছন্দের কথা আলোচনা করেছি। অবশেষে সর্বসম্মতি ক্রমে প্রতিমা নির্বাচন করা হয়েছে। যা প্রাণ প্রতিষ্ঠার জন্য আনা হবে।" আরও পড়ুন: Gaint Temple Bell Video: অযোধ্যার রাম মন্দিরে লাগানো হবে ৬০০ কেজির ঘণ্টা, দেখুন তার ভিডিয়ো
দেখুন ভিডিয়ো;
#WATCH | Ayodhya, UP: Bimlendra Mohan Pratap Mishra, Trustee of Ram Janmbhoomi Teertha Kshetra says, "Today's (Trust) meeting was regarding the selection of the idol for the Ram temple. We have selected it. There was a voting system and we gave our preferences. The idol selected… pic.twitter.com/k9voHlOIas
— ANI (@ANI) December 29, 2023