অযোধ্যা: হিন্দুত্বের (Hindutv) সবথেকে বড় জায়গা হবে অযোধ্যা (Ayodhya)। শুক্রবার এই দাবি করলেন শ্রী রাম রিসার্চ সেন্টারের (Sri Ram Research Centre) প্রধান ও চেয়ারম্যান অজয়প্রতাপ সিং। শুক্রবার তিনি আরও বলেন আন্তর্জাতিক মঞ্চে অযোধ্যা হতে চলেছে হিন্দুত্বের সবচেয়ে বড় এলাকা।আরও পড়ুন: Gaint Temple Bell Video: অযোধ্যার রাম মন্দিরে লাগানো হবে ৬০০ কেজির ঘণ্টা, দেখুন তার ভিডিয়ো
রাম সংক্রান্ত একমাত্র রিসার্চ সেন্টারের প্রধান বলেন অযোধ্যায় যে ভঘবান রামের এত বড় মন্দির তৈরি হচ্ছে তা আজ থেকে ২০ বছর আগে কেউ ভাবতেও পারেননি। কিন্তু, আজ রামলালার কৃপায় তা বাস্তবায়িত হয়েছে। আরও এই মন্দিরের সৌজন্য পুরোপুরি ভোল বদলে যেতে চলেছে অযোধ্যা শহরের।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের প্রসঙ্গে বলতে গিয়ে অজয় প্রতাপ সিং আরও বলেন, "এই ঘটনা আমাদের কাছে অনভিপ্রেত ছিল। গত ২০ বছর ধরে যে অযোধ্যা শহর সবার কাছে অবহেলিত ছিল তা আজ রাম মন্দিরের সৌজন্যে দেশের অন্যতম বড় শহরে পরিণত হয়েছে। আমি মনে করি আন্তর্জাতিক মঞ্চে হিন্দুত্বের সবথেকে বড় জায়গায় পরিণত হতে চলেছে।"আরও পড়ুন: Ayodhya Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনে অযোধ্যায় আসা ভক্তদের জন্য দান করা খাদ্যদ্রব্য, দেখুন ভিডিয়ো
Ayodhya will be world's biggest site of Hindutva: Sri Ram Research Centre head
Read @ANI Story | https://t.co/exdzJfRHX4#Ayodhya #LordRam #RamTemple pic.twitter.com/zeTrYeacYV
— ANI Digital (@ani_digital) December 29, 2023