Swamiji Janma Tithi Utsav 2025 (Photo Credit: File Image)

ক্যালেন্ডার ১২ জানুয়ারি বললেও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামীকাল (২১ জানুয়ারি, ২০২৫) বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্ম তিথি উৎসব পালিত হবে।।  স্বামীজির জন্মোৎসব নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই তুমুল উৎসাহ থাকে। প্রতিবছরই এই দিনে ভক্তদের ঢল নামে বেলুড় মঠে। ভক্ত ও অনুগামীদের জন্য সকাল থেকেই রয়েছে বিভিন্ন অনুষ্ঠানসূচী।

স্বামী বিবেকানন্দের জন্মতিথি উত্‍সব, ২১ জানুয়ারি ২০২৫, অনুষ্ঠান-সূচীঃ

ভোর ৪টা ৪৫ মিনিটে স্বামীজির মন্দিরে মঙ্গলারতি হবে।  ৪টা ৫০ মিনিট থেকে বেদপাঠ ও স্তবগান চলবে সকাল ৭টা পর্যন্ত।

সকাল ৭টায় বিশেষ পুজোর আয়োজন করা হবে।দুপুর ১২টায় হোম হবে।

এছাড়া স্বামীজির ঘরে ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন হবে। খেয়াল গাইবেন শ্রী শুভাঞ্জন চক্রবর্তী। ধ্রুপদ পরিবেশন করবেন শ্রী মুকুন্দ দেব সাহু। সভামণ্ডপে বিবেকানন্দ গীতি পরিবেশন করা হবে সকাল ৮টা থেকে ৯টা অবধি। ৯.০৫ মিনিট থেকে ৯.৫০ মিনিট পর্যন্ত কঠোপনিষদ পাঠ করবেন স্বামী বেদার্থানন্দ মহারাজ। সভামণ্ডপে সকাল ১০টা থেকে ১১টা অবধি শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন শ্রী শুভংকর চ্যাটার্জী। এরপর সরোদবাদন অনুষ্ঠানে যুগলবন্দী করবেন পন্ডিত মোরমুকুট কেডিয়া ও পন্ডিত মনোজ কেডিয়া। এরপর গীতি আলেখ্য ও তবলা লহরীও আছে অনুষ্ঠান সূচীতে।এরপর স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে অনুষ্ঠিত হবে ধর্মসভাও।উক্ত অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন স্বামী একচিত্তানন্দ এবং স্বামী আত্মপ্রিয়ানন্দ।রয়েছে প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও ভজনের অনুষ্ঠানও।

লাইভ স্ট্রিমিং:

গোটা উৎসব অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হবে বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে।