Subho Viswakarma Puja 2021: রাত পোহালেই দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজো উপলক্ষে বন্ধু পরিজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা
Subho Viswakarma Puja Wishes (Photo Credits: Latestly.com)

Viswakarma Puja 2021 Wishes In Bengali: আগামী কাল ১৭ সেপ্টেম্বর নির্মাণের দেবতা বিশ্বকর্মার পুজো (Subho Viswakarma Puja 2021)৷ ভাদ্রমাসের এই সংক্রান্তির দিনটিকে বলা হয় কন্যা সংক্রান্তি৷ প্রচলিত ধারণা বলছে এই কন্যা সংক্রান্তিতে জন্মেছিলেন দেব শিল্পী বিশ্বকর্মা৷ বিভিন্ন কলকারখানা, অফিস কাছারিতে, নির্মাণ সংস্থায় তাই বিশ্বকর্মা পুজো হয় বেশ ধুমধাম করেই৷

মহালয়ার আগে ও জন্মাষ্টমীর পরে এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে উদযাপনে মেতে ওঠে বাঙালি৷ যন্ত্রের দেবতা বিশ্বকর্মার আরাধনার সঙ্গে জড়িয়ে থাকে উমার আসার আগমণী বার্তা৷ কারণ দুর্গাপুজোর আগে এই বিশ্বকর্মা পুজো দিয়েই যেন বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে যায়৷ রাত পোহালেই দেবশিল্পীর জন্মোৎসব৷ এইবেলা বন্ধু পরিজনকে পাঠিয়ে দিন Latestly Bangla-র শুভেচ্ছা বার্তা৷

Subho Viswakarma Puja Wishes (Photo Credits: Latestly.com)

Messages: বাঙালির  হ্যাপি ইঞ্জিনিয়র্স ডে

Subho Viswakarma Puja Wishes (Photo Credits: Latestly.com)

Messages: কামার কুমোর তাঁতি চাষি/ আমরা সবাই বিশ্ববাসী/ কর্ম বিনা ধর্ম কি হয়/ জয় বাবা বিশ্বকর্মার জয়৷  

Subho Viswakarma Puja Wishes (Photo Credits: Latestly.com)

Messages: বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা