Subho Nababarsho 1429 Wishes: আজ ১লা বৈশাখ, এই শুভক্ষণে প্রিয়জনকে জানান নতুন বছরের শুভেচ্ছা
Subho Nababarsho 1429 (File Photo)

Subho Nababarsho 1429 Wishes In Bengali:  আজ ১লা বৈশাখ (Subho Nababarsho 1429 Wishes)। সাতসকালেই স্নান সেরে নতুন কাপড় পরে একগুচ্ছ বেলিফুল তুলে টেবিলে সাজিয়ে রাখা। রংবেরঙের টেবিলক্লথের উপরে শুভ্র বেলির ফুরফুরে গন্ধ বছর পয়লার দিনটিকে আরও মধুময় করে তুলল। রেকর্ড প্লেয়ারে তখন বাজছে কবিগুরুর এসো হে বৈশাখ...। নববর্ষের এমন সুন্দর সকালে আপনজনকে শুভেচ্ছা না জানলে মনটাই যেন ভরে না। বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম। ছোটদের আদর, আশীর্বাদ। সমবয়সীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে পূর্ণ হয়ে ওঠে দিনটা।  কিন্তু এই গতির সময়ে আর বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানো হয়ে ওঠে না।

আজ নববর্ষের সকালে যাতে প্রিয়জনেরা চোখ খুলেই আপনার শুভেচ্ছা পেয়ে যান, সেই বন্দোবস্তই করেছে LatestLY বাংলা। শুধু পাঠানোর অপেক্ষা মাত্র।

Subho Nababarsho 1429 (File Photo)
Subho Nababarsho 1429 (File Photo)
Subho Nababarsho 1429 (File Photo)