Subho Navami (File Photo)

Subho Maha Navami 2021 Wishes In Bengali:  শুভ নবমী। মাঝে আর মাত্র একটি দিন। এবারের মতো দেবীপক্ষের সমাপ্তি ঘটতে চলেছে। তবে এখনই দুঃখে ভারাক্রান্ত হয়ে  নবমীর আগমনে চারদিকে পুজোর আমেজ ভরপুর। অতিমারীকে মাথায় রেখে আপনিও আনন্দে অংশ নিন। বাড়িতে বসেই বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে আত্মীয় পরিজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার তৈরি শুভ মহা নবমীর এই শুভেচ্ছা বার্তা।

Subho Navami (File Photo)

Messages: শুভ নবমী

Messages: কাশ ফুলের হাতটি ধরে, আরও একটি বছর পরে ঢাকে পড়বে কাঠি, ও ভাই গুণে দেখো আসতে পুজো আর কটাদিন বাকি?

Subho Navami (File Photo)

Messages: এসেছে শরৎ হিমের পরশ/লেগেছে হাওয়ার পরে /সকালবেলায় ঘাসের আগায়/শিশিরের রেখা ধরে, শুভ নবমী