দুর্গাপুজোর আনন্দের রেশ যখন কেটে যায়। ঠিক তখনই শুরু হয় আলোর রোশনাইয়ের উৎসব। দীপাবলি (Diwali 2020)। পাঁচদিন ব্যাপী চলে এই উৎসব। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস (Dhanteras) অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি শেষ হওয়ার ১৮ দিন পর এই উৎসবের সূচনা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। বাংলা, অসম, ওড়িশা ও মিথিলাতে দীপাবলির আগের দিন কালী ঠাকুরের আরাধনা করা হয়।
উত্তর ভারতের কাছে দীপাবলি উৎসবের তৃতীয় দিনটিতে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের বনবাসের পর অযোধ্যা ফেরেন। রাজাকে ফিরে পেয়ে অযোধ্যাবাসীরা ঘিয়ের প্রদীপ জ্বেলে রামচন্দ্রকে স্বাগত জানান। পূর্ব ভারত ছাড়া পুরো দেশেই লক্ষ্মী-গণেশের পুজো করা হয় এই দিনে। কালীপুজোর দিন আর দেওয়ালির দিন পৃথকও হতে পারে; দেওয়ালি কিংবা দিওয়ালির দিনটি একদিন পরে হওয়ার সম্ভাবনা থাকে। দীপাবলীর চতুর্থ দিনে ভ্রাতৃদ্বিতীয়া। এদিন বোনেরা ভাইকে নিমন্ত্রণ করে, কপালে ফোঁটা দেয়, হাতে রাখী বেঁধে দেয়।
দীপাবলির নির্ঘণ্ট
লক্ষ্মীপুজো মুহুর্ত : সন্ধে ৫টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে ৭টা ২৫ মিনিট ৫৪ সেকেন্ড
স্থিতিকাল : ১ ঘণ্টা ৫৫ মিনিট
প্রদোষ কাল : ৫টা ১৭ মিনিট ৪১ সেকেন্ড থেকে ৮টা ৬ মিনিট ৫৮ সেকেন্ড
বৃষ কাল : ৫টা ৩০ মিনিট ৪ সেকেন্ড থেকে ৭টা ২৫ মিনিট ৫৪ সেকেন্ড
লক্ষ্মীপুজো মুহুর্ত : রাত ১১টা ৩৯ মিনিট ২০ সেকেন্ড
স্থিতিকাল : ৫৩ মিনিট