Photo Credits: Shri Ram Janmbhoomi Teerth Kshetra

অযোধ্যা: প্রতিদিন অযোধ্যার নির্মীয়মাণ রাম জন্মভূমি মন্দিরের (Shri Ram Janmbhoomi Mandir) বিভিন্ন শিল্পকর্মের ছবি পোস্ট করছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র (Shri Ram Janmbhoomi Teerth Kshetra)। কখনও মন্দিরের গর্ভগৃহের ছবি তো কখনও সিংহ দুয়ার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের কিছু মূর্তির ছবি পোস্ট করা হয়েছে তাদের তরফে। আরও পড়ুন: Meenakshi Amman Temple: মীনাক্ষী আম্মান মন্দিরে অষ্টমী উৎসবে মহিলাদের রথ টানার ভিডিও ভাইরাল, দেখুন

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রে পক্ষ থেকে টুইট করা হয়েছে, শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রবেশদ্বারে হাতি (elephant), সিংহ (lion), হনুমানজি (Hanuman Ji) এবং গরুড়ের (Garuda) মূর্তি স্থাপন করা হয়েছে। এই মূর্তিগুলি রাজস্থানের (Rajasthan) বংশী পাহাড়পুর গ্রাম (Bansi Paharpur village) থেকে আনা গোলাপী বেলেপাথর (pink sandstone) থেকে তৈরি করা হয়েছে। আরও পড়ুন: International Kite Festival 2024: মকর সংক্রান্তির আন্তর্জাতিক ঘুড়ি উৎসব উপলক্ষে সেজে উঠছে আমেদাবাদ, ভিডিয়োতে দেখুন নানা রঙের ঘুড়ি