বাংলা মাসের চতুর্থ মাস শ্রাবণ মাস। শ্রাবণের এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে, শ্রাবন মাসে শিব-পার্বতী , উভয়েই মর্ত্যে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন ও ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আর্শীবাদ করেন। প্রতি সোমবার শিবভক্তরা উপবাস রাখেন ও বিশ্বাস করেন, জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ-সমৃদ্ধি অর্জনে সহায়তা করবেন মহাদেব। বিবাহিত জীবনে সমস্যায় জেরবার ভক্তরাও সোমবার উপবাস করে শিবের পুজো করে সমাধানের আশায় অপেক্ষা করেন। শ্রাবণের এই পবিত্র দিনে মহাদেবের পুজো নিয়ে থাকল বার্তা। সকলকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, মেসেজে ছড়িয়ে দিন এই পোস্টার।

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com