Saraswati Puja 2023: বাণী বন্দনায় থিমের ছোয়া, বিদ্যালয় প্রাঙ্গণে উঠে এল এক টুকরো আলিপুর জেল (দেখুন ভিডিও)
Alipur Jail In SNNI Photo Credit: Facebook

দুর্গাপুজোর মত থিমের ছোয়া লেগেছে সরস্বতী পুজোতেও। এমনকি কয়েক বছর ধরে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়গুলিতেও ছাত্র ছাত্রীদের হাতে সেজে উঠছে বিভিন্ন ভাবনা। তারই এক ঝলক দেখা দক্ষিণ কলকাতার স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশনের বাণী বন্দনায়। প্রতিবার সাধারণ মণ্ডপ সজ্জা থাকলেও ছাত্র ও শিক্ষকদের ভাবনায় এই প্রথম থিম ভাবনায় সেজে উঠেছে মণ্ডপ সজ্জা।  জহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সুভাষচন্দ্র বসু, বিধান চন্দ্র রায় এর মত ব্যক্তিত্বরা যে জেলে ছিলেন সেই চির স্মরণীয় আলিপুর জেল কে তাঁরা বেছে নিয়েছে তাদের মণ্ডপ সজ্জায়। একাধারে ৭৫ বছরের স্বাধীনতা উদযাপন এবং প্রজাতন্ত্র দিবসের দিনে সরস্বতী পুজো পালন সব মিলিয়ে সেজে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ।  থার্মোকল দিয়ে তৈরি আলিপুর জেলের তোরণ দেখে বোঝা দায় কোনটা আসল কোনটা নকল। মণ্ডপের ভিতরে ফাঁসির দড়ি, খবরের কাগজের কাটিং এ  স্বাধীনতা পূর্ববর্তী খবরের ছবি এবং বিপ্লবীদের কাট আউট স্থান পেয়েছে। ৩২ টি বিদ্যালয়ের মধ্যে  ইতিমধ্যেই শিশু দর্পণ সরস্বতী বন্দনা পুরস্কারের স্বীকৃতি এসেছে ছাত্রদের হাতে। দেখে নিন সেই ভিডিও-