Republic Day 2021 Food Offers: খাদ্যরসিকদের জন্য তাজ বেঙ্গলে রয়েছে ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেদার খাবারের আয়োজন; দেখে নিন ঝটপট
(Picture Credits: Taj Bengal)

আগামিকাল ৭২তম প্রজাতন্ত্র দিবস (72nd Republic Day), ছুটির দিন। এই দিনটি উপলক্ষে পেটপুজোর জন্য ইতিউতি রেঁস্তোরাগুলিতে ভিড় জমাবেন বাঙালিরা তা বলাই বাহুল্য। তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কলকাতা তাজ বেঙ্গলে (Taj Bengal Kolkata) থাকছে সুস্বাদু সব খাবারের আয়োজন। তেরঙ্গা স্যালাড, ফ্রাইড রাইস এদিনের অন্যতম আকর্ষণ। এছাড়াও থাকছে ভেজ, নন ভেজ নানারকম আইটেম। থাকছে থাই ডিশও। ট্রাই কালার পিকলেড ডিম, সালামি প্লাটার, রোস্ট টেন্ডারলাইন, নবরত্ন পোলাও, ডাল সুলতানি, সাগ ঘোষত, কড়াইপনির, সুবজ নিজামী হান্ডি, দম ঘোষত বিরিয়ানি, কাতলা কালিয়া, মুরগ জাফরানি কোরমা। রয়েছে বিদেশি রকমারি খাবারও। অলিভ সালসা, ফেটা এবং আখরোটি উইথ চারর্ড সবজি, (নন-ভেজি) থাই গ্রিন চিকেন কারি আরও অনেক কিছু। স্টার্টার বা চাটে রয়েছে নানারকম আইটেম লাল মিরচ মুরগ টিক্কা, পনির টিক্কা; সামোসা চাট, পানি পুরী।

CAL-27 এ সারাদিন থাকছে খাবারের বন্দোবস্ত। ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে যাওয়ার জন্য যে কোনও সময় বেছে নেওয়া যেতে পারে। শীতের ছুটিতে ক্রিসমাস থেকে বর্ষবরণ শেষ হলেও প্রজাতন্ত্র দিবসেও ভুরিভোজ হবে না তা কি হয়? বাঙালির পেটপূজোর জন্য শুধু উৎসব চাই। তাই দেরি না করে ঢুঁ মারাই যায় তাজ বেঙ্গলে। পরিবার, পরিজনদের সঙ্গে একবার চেখে আসুন দুর্দান্ত সব খাবার। আরও পড়ুন, কোথায়, কখন দেখবেন ৭২-তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান? জানুন বিস্তারিত

তাই দেরি না করে ডেস্টিনেশনে পৌঁছে যান, আর ছুটির দিনটি ভালো ভালো খাবার খেয়ে উদযাপন করুন।

,