Raksha Bandhan 2019 Bengali Wishes: রাখি বন্ধন ( Raksha Bandhan) উৎসবে ভাইবোনের মধ্যে সুরক্ষার জন্য উদযাপন করা হয়। প্রতি বছর শ্রাবন মাসের পূর্ণিমার দিন পালন করা হয় এই রাখি উৎসব। বোনেরা তাদের ভাইদের হাতের কব্জিতে পবিত্র এক সুতো বাধে, যাকে ‘নিরাপত্তা ও রাখি বন্ধন’ উৎসব বলা হয়। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। নিয়মগুলি খানিকটা ভাইফোঁটার মতোই হয়ে থাকে।
এর আবার আরেকটি ইতিহাসও রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ( Rabindra Nath Tagore) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে রাখি বন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলেন। রাখিবন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন- "বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক..." বঙ্গদেশ কেবল হিন্দুদের নয়- হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সকল মানুষেরই দেশ।আরও পড়ুন, স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়ে WhatsApp Stickers, Facebook Messages, SMS, GIF, Wallpapers আর Quotes গুলো শেয়ার করে নিন
আর রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে ভাইবোনেরা শেয়ার করে নিন রাখি উৎসবের এই WhatsApp Stickers, Facebook Messages, SMS, GIF, Wallpapers আর Quotes গুলো -
WhatsApp Message Reads:
রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা।
WhatsApp Message Reads:
ভাইয়া মেরে রাখি কে বন্ধন কো নিভানা। হ্যাপি রাখি।
WhatsApp Message Reads:
WhatsApp Message Reads:
তুই আমার ছোট বোন/ বড় আদরের ছোট বোন। আশীর্বাদ নিস। শুভ রাখি।
কাল দেশজুড়ে স্বাধীনতা দিবসের পাশাপাশি পালিত হবে রাখিবন্ধন উৎসব। উপহার লেনদেন, মিষ্টিমুখ হবে। তার পাশাপাশি ভাইবোনদের মুখে হাসি ফোটাতে কাল সকাল সকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে দিন এই মেসেজগুলি।