স্বাধীনতা দিবস ২০১৯ ((Photo Credits: File Image)

Happy Independence Day Bengali Wishes: এই বছর ১৫ আগস্ট ২০১৯- এ ( 15th August 2019) পালিত হতে চলেছে ভারতের ৭৩- তম স্বাধীনতা দিবস (73rd Independence Day)। স্বাধীনতা দিবসের মানে দেশের স্বাধীন হওয়ার এই দিনটি ধুমধাম করে উদযাপনের জন্য পুরো দেশ অপেক্ষা করে থাকে। ১৯৪৭ সালের ১৫- ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা পায়। ইংরেজদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ যায়। শহীদ হন বহু সংগ্রামী। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমের মধ্যে দিয়ে পালন করা হবে স্বাধীনতা দিবস।

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের দোকানে দোকানে বিক্রি হচ্ছে টুপি, তেরঙ্গা পতাকা, সাদা- গেরুয়া- সবুজ পোশাক। দিল্লিতে চলছে স্বাধীনতা দিবস পালনের মহড়া। সোশ্যাল মিডিয়ার যুগে এসএমএস, ফেসবুক, হোয়াটস্যাপ, gif এর মাধ্যমে সবাই এই দিনটির শুভেচ্ছা জানিয়ে থাকেন। আপনিও এই দিনটিকে WhatsApp Stickers, Facebook Messages, SMS, GIF, Wallpapers আর Quotes শেয়ার করে নিন।আরও পড়ুন, প্রাতরাশে খাবার না পেয়ে নিজের লেজ গিলছে সাপ, ভাইরাল ভিডিও

 

WhatsApp Message Reads:

স্বাধীনতা দিবস ( Photo Credits: File Image)

স্বাধীনতা তুমি ক্লান্ত কৃষকের মুক্ত কণ্ঠে গান

তোমায় অনিতে লাখো সৈনিক দিয়ে গেছে প্রাণ,

স্বাধীনতা তুমি ভোর সকালে পূর্ব আকাশের রবি

স্বাধীনতা তুমি বীর বিপ্লবীদের কান্না ভরা ছবি,

স্বাধীনতা তুমি বিরাট পৃথিবীতে ছোট্ট একটি পতাকা

তুমি মোদের ভাষা প্রকাশের পরিমাপ হীন খাতা।

Happy Independence Day

 

WhatsApp Message Reads:

স্বাধীনতা দিবস ( Photo Credits: File Image)

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

 

WhatsApp Message Reads:

স্বাধীনতা দিবস ( Photo Credits: File Image)

কতো ক্ষুদিরাম দিয়ে গেলো প্রাণ

কতো প্রফুল্ল চাকী,

তবুও আঁধার এখনও আঁধার

সূর্য ওঠার বাকি।

Happy Independence Day

 

WhatsApp Message Reads:

স্বাধীনতা দিবস ( Photo Credits: File Image)

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

 

WhatsApp Message Reads:

স্বাধীনতা দিবস ( Photo Credits: File Image)

আঁধারের কালো পর্দা সরিয়ে

শত সহীদের রক্ত ঝরিয়ে

সূর্যের মতো আলো ছিটিয়ে

এলো আজ সেই স্বাধীনতা।

Happy Independence Day

স্কুল, কলেজগুলোতেও পালিত হবে স্বাধীনতা দিবস। কাল সকাল সকাল চলবে পতাকা উত্তোলনের পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেনাবাহিনীরাও কাল প্যারেডের আয়োজন করবেন। স্বাধীনতার সকালে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে নিন এই মেসেজগুলি।