নতুন দিল্লি, ১ অগস্ট: আজ বকরি ইদ অর্থাৎ ইদ আল-আদাহ (Eid al-Adha 2020)। সকাল সকাল শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা এটি। এই উৎসব আত্মত্যাগের-কোরবানির উৎসব। বকরি ইদ দিয়েই শেষ হয় মুসলমানদের পবিত্রতম অনুষ্ঠানগুলি। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি বকরি ইদের দিন ঘোষণা করেন। ভারতে ১ অগস্ট পালন করা হচ্ছে কোরবানির ইদ।
এই দিনটি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) টুইট করে লেখেন,"ইদ মোবারক! সকলকে ইদ আল-আধা-র শুভেচ্ছা। এই দিনটি আমাদেরকে ন্যায়বিচার, একতা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য অনুপ্রেরণা জাগিয়ে তুলুক। ভ্রাতৃত্ব ও মমত্ববোধকে আরও বাড়িয়ে তুলুক।" আরও পড়ুন, রাত পোহালেই ত্যাগের উৎসব বকরি ঈদ, সোশ্যাল মিডিয়া ভরেছে শুভেচ্ছা বার্তায়
Eid Mubarak!
Greetings on Eid al-Adha. May this day inspire us to create a just, harmonious and inclusive society. May the spirit of brotherhood and compassion be furthered.
— Narendra Modi (@narendramodi) August 1, 2020
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) টুইট করে লেখেন,"ঈদ মোবারক! ইদু’ল জুহা ত্যাগ ও স্নেহের চেতনার প্রতীক যা আমাদের এবং সকলের মঙ্গল কামনায় অনুপ্রাণিত করে। আসুন আমরা সকলের সঙ্গে আমাদের সুখ ভাগ করে নিই এবং COVID-19 প্রসারণ ধারণ করার জন্য সামাজিক দূরত্বের নিয়মাবলী এবং নির্দেশনাগুলি অনুসরণ করি।"
Eid Mubarak! Idu’l Zuha symbolises the spirit of sacrifice and amity which inspires us to work for the well-being of one and all. On this occasion, let us share our happiness with the needy and follow social distancing norms and guidelines to contain COVID-19 spread.
— President of India (@rashtrapatibhvn) August 1, 2020
রমজান মাস শেষ হওয়ার কমবেশি ৭০ দিন পরে ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের ১০ তারিখে কোরবানির ইদ পালন করা হয়। হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস ধুল হিজার দশম দিনে পালিত হয় এই ইদ-আল-আধা (Eid al-Adha 2020)। এদিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি বা বলি দেন মুসলিমরা।