শহর কলকাতায় কালিপুজোর নাম উচ্চারিত হলেই যে পুজোর নাম প্রথমে আসে তা হল ফাটাকেষ্টর পুজো। কিন্তু কে ছিলেন এই ফাটাকেষ্ট? শহর কলকাতার প্রথম ডন ছিলেন কৃষ্ণচন্দ্র দত্ত ওরফ ‘ফাটাকেষ্ট’। আর তাঁরই হাত ধরে জনপ্রিয়তা পায় কলকাতার এই ‘ফাটাকেষ্ট’ কালীপুজো। ১৯৯২ সালে ফাটাকেষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে সেই দাপট না থাকলেও সাড়ম্বরেই উদ্যাপন হয়ে আসছে তাঁর বহু আলোচিত এই কালীপুজো।প্রথা অনুযায়ী আজ সকালে কুমোরটুলি থেকে বেরিয়ে মণ্ডপের দিকে রওনা দেন ফাটাকেষ্ট-র কালি প্রতিমা। সুবিশাল দেবীপ্রতিমা, গাঢ় নীল গাত্রবর্ণ, পটল চেরা চোখ- অপূর্ব এই দেবী প্রতিমা থেকে যেন নজর ফেরানো দায়।
ফাটাকেষ্ট কালিপুজোর আগমন যাত্রা-
দুর্গাপুজোর পর ঠিক কালীপুজোর ১০ দিন আগেই কুমোরটুলিতে দেবীর চক্ষুদান করা হয়।পুরনো কলকাতার অন্যতম জাঁকজমকপূর্ণ পুজো ছিল এটি। এখন জৌলুস খানিক ফিকে হলেও, বিশাল শোভাযাত্রার মাধ্যমে ঠাকুরকে নিয়ে আসা হয় পুজোর স্থানে।এমনও শোনা যায়, কুমোরটুলি থেকে ফাটাকেষ্টর ঠাকুর না বেরোলে নাকি অন্য কোনও ঠাকুর মণ্ডপে যায় না।