সারা দেশ জুড়ে পালিত হচ্ছে নবরাত্রির উদযাপন । গুজরাটের ভাদোদরা গ্রাউন্ডে নবরাত্রির পূজার সঙ্গেই পালিত হচ্ছে গরবা উৎসব। এই উৎসবে অংশ নিতে হাজির হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।
#WATCH | Vadodara, Gujarat: "India & Tanzania have a special connection as most Indians living in Tanzania come from Gujarat, so this is a special moment for me," says Tanzanian High Commissioner in India, Anisa K. Mbega pic.twitter.com/c4GgtnlHuJ
— ANI (@ANI) October 2, 2022
উৎসবের আবহে আফগানিস্থানের রাষ্ট্রদূত ফারিদ মামুন্দাজে জানান-আমি আফগানিস্তানের জনগণের পক্ষ থেকে সমস্ত গুজরাটিদের ধন্যবাদ জানাই আমাদের এমন ভালবাসা এবং সম্মান দেওয়ার জন্য।
Gujarat | "I thank all Gujaratis from the people of Afghanistan for giving us such love & respect," says Afghanistan’s Ambassador to India Farid Mamundzay in Vadodara pic.twitter.com/umlBLmyP1C
— ANI (@ANI) October 2, 2022
রাশিয়ান রাষ্ট্রদূত ডেনিস আলিপাভ নবরাত্রি উৎসবে উপস্থিত হয়ে জানান তিনি নিজেকে রাশিয়ার রাজদূত বলতে ভালোবাসেন। তিনি জানান - খুব সুন্দর এই মহোৎসব।
#WATCH | Russian Ambassador Denis Alipov attends the Navratri festivities in Gujarat's Vadodara, calls himself "Russie Rajdoot" says, "Bohot shaandar mahotsav hai" pic.twitter.com/6KZ0joOiBM
— ANI (@ANI) October 2, 2022
রিপাবলিক অফ ফিজির হাই কমিশনার কমলেশ প্রকাশ উৎসবে যোগদান করে মোদী সহ গুজরাটের মানুষদের শুভেচ্ছা জানান,তিনি বলেন - 'গরবা দেখায় কেন গুজরাটের মানুষ খুশি, মোদি জাদু অবশ্যই মানুষকে চুম্বকের মতো জাগিয়ে তুলতে পারে"
#WATCH | Gujarat: High Commissioner of the Republic of Fiji to India, Kamlesh Prakash on the Vadodara Navratri celebration says, "Garba shows why people in Gujarat are happy, Modi magic is of course there to galvanize people like a magnet" pic.twitter.com/HHNJOBNzWx
— ANI (@ANI) October 2, 2022
রিপাবলিক অফ বোতসানা - র হাই কমিশনার গিলবার্ট শিমানে ম্যাঙ্গোলে নবরাত্রির উৎসবে এসে গরবা নিয়ে জানান "এটি খুব চমত্কার, এত আশ্চর্যজনক, এটি কেবল দুর্দান্ত। সত্যিই অবিশ্বাস্য ভারত, আমি এটাই ভালবাসি,
#WATCH | "It's so fantastic, so amazing, it is just awesome. This is incredible India indeed, I just love it," says High Commissioner of Republic of Botswana to India, Gilbert Shimane Mangole upon his visit to Gujarat's Vadodara during the Navratri festivities pic.twitter.com/rD0W6JTHWL
— ANI (@ANI) October 2, 2022
হাতে ডাণ্ডিয়ার লাঠি নিয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান - আমি খুব আনন্দিত, আমি সারা বিশ্বের সকল ভারতীয়কে শুভ নবরাত্রির শুভেচ্ছা জানাই এবং কামনা করি উৎসবের আলো যেন সব অন্ধকারকে ভেঙে দেয়।"
#WATCH | Excited to be joining the Navratri festivities in Gujarat's Vadodara, Danish Ambassador Freddy Svane says, "I am so full of joy & happiness... I wish all Indians across the world a happy Navratri and may the light break the darkness." pic.twitter.com/QEIthaWexD
— ANI (@ANI) October 2, 2022